পাইলস কী?
পাইলস বা হেমোরয়েড (বাংলায় অর্শ্ব বা গেজ)- এর নামকরন নিয়ে নানা ধরনের জটিলতা রয়েছে। তবে নাম যাই হোক না কেন, পাইলস হচ্ছে মলদ্বারের ভেতরের আবরনী, তার রক্ত নালী ও অন্যান্য মাংশ পেশীর সমন্বয়ে গঠিত একটি কুশন বা গদির ন্যায় তুলতুলে নরম অংশ। এটি মলদ্বারের ভেতরেই থাকে। কিন্তু যখন রোগ হিসাবে প্রকাশ পায় তখন ঝুলে বাইরে বের হয়ে আসতে পারে।
কেন হয়ঃ
বহুবিধ কারনে পাইলস এর লক্ষণ প্রকাশ পেতে পারে।
০১. দীর্ঘ সময় টয়লেট এ বসে থাকা এবং চাপ প্রয়োগ করে টয়লেট করা, বিশেষ করে দীর্ঘমেয়াদী কোষ্টকাঠিন্য।
০২. প্যান এ টয়লেট করা।
০৩. বংশানুক্রমিক ভাবেও এ রোগ ছড়ায়।
০৪. ঘন ঘন পতলা পায়খানা হওয়া।
০৫. রক্ত নালীর মধ্যে কপাটিকা (ভাল্ব) না থাকা।
০৬. গর্ভকালীন অবস্থা।
লক্ষণ সমূহ:
০১. টয়লেটে তাজা রক্ত যাওয়া।
০২. মলত্যাগের সময় নরম আবরনী ঝুলে বাইরে চলে আসা।
০৩. ব্যাথা- সাধারণত বাইরে এসে আটকে গেলে অথবা ভেতরে রক্তক্ষরণ হলে।
০৪. চুলকানি হওয়া।
০৫. আম (মিউকাস) জাতীয় নিঃসরন।
করনীয়ঃ
পাইলস এর হাতুরে চিকিৎসার ফলে মলদ্বারের স্থায়ী ক্ষতি হতে পারে, এমনকি মলদ্বার বন্ধও হয়ে যেতে পারে। তাই পাইলস এর লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে এর চিকিৎসা নেওয়া উচিৎ। শুরুতেই চিকিৎসা নিলে জটিলতা কম হয় এবং ভাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এজন্য প্রথমেই একজন বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ নির্নয় করানো উচিৎ। সঠিক রোগ নির্নয় সঠিক চিকিৎসার পূর্বশর্ত।
চিকিৎসাঃ
পাইলস এর পর্যায় এর উপর এর চিকিৎসা নির্ভর করে।
- ০১ম পর্যায়ঃ সাধারণত ঔষধ অথবা থাদ্যাভাস পরিবর্তনের মাধ্যমেই ভালো খাকা যায়।
- ০২য় পর্যায়ঃ রিং লাইগেশন, ইনজেকশন, সার্জারী।
- ৩য় ও ৪র্থ পর্যায়ঃ সার্জারী।
সার্জারীঃ
খুবই ভাল সার্জারী সম্ভব। কোন ধরনের দৃশ্যমান কাটাছেড়া ছাড়াই মেশিনের মাধ্যমে পাইলস সার্জারী সম্ভব। একে “লংগো” ( LONGO) অপারেশন বলাহয়। এর রেজাল্ট ও ভালো। আগে পাইলস সার্জারীর পর দেড় থেকে দুই মাস লাগতো ঘা শুকাতে, এখন এসবের কোন ঝামেলাই নাই। অপারেশনের পর রোগী দ্রুত সেরে উঠে এবং কোজে যোগ দিতে পারেন।
আমার মেয়ের বয়স দেড় বছর, পায়খানা করতে খুব কষ্ট হয়, যার জন্য তার মা তাকে মাংস খাওয়ানো বন্ধ করে দিয়েছেন, পায়খানা নরম ও নিয়মিত করার উপায় জানাবেন।
শাক-সবজি বেশি খেতে হবে। প্রচুর পানি পান করতে হবে। দরকার মতো মল নরম কররার সিরাপ ( লেকটুলোজ জাতিয)খাওযযানো যেতে পারে।
সার আমার নিজের পাইলস হয়েছে.. প্রচুর বেতা প্রায় 5 বছর হয়েছে করণীয় কি
আমার বয়স ৪২। প্রায় ১২ বছর আগ হতে পায়খানায় গেলে পায়খানা করার সময় মাংস পেশী বেরিয়ে আসে। প্রথম দিকে মাংস পেশী পায়খানা শেষে একাই ভিতরে চলে যেতে। গত এক দেড় বছর হলো মাংস পেশী বেশী বের হয় এবং নিজে নিজে ঢুকে না গিয়ে আটকে থাকে। পায়খানা শেষে আঙ্গুলের চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয়। কোন অবস্থায়ই আমার কোন ব্যথা হয় না। কোন প্রকার রক্ত বের হয় বলে আমার মনে হয় না।
আমার এ সমস্যাটি কি পাইলস্? না অন্য কোন রোগ? কোন ধরণের চিকিৎসা নিতে হবে? কোথায়?
আমার কিছুটা এ্যাজমার সমস্যা আছে। পায়খানায় গেলে কোন কোন সময় পায়খানার আবহাওয়ার কারণে আমার কাশি হয়। তাই পায়খানা করার সময় কাশি হলে এ সমস্যাটাও (মাংস বেরিয়ে যাওয়া) বেশী হয়।
পাইলস হওযার সম্ভাবনাই বেশি। কলোরেকটাল সার্জন দেখান।
Amr boysos 21.. Goto 1 bosor dore….. Amr paktholite sokale paykhanar por…. Saradin onk betha kore….and halka rokto ber… Ekhn paktholite halka magso dekhte peyesi….and Ekhn bethata onkbesi .. Eitar chikitta ki hote pare? R amr problemta ki??
আপনার রোগটা কিসের থেকে হয়েছে। ডাক্তর দেখিয়েছেন কী?
আমার বাড়ি জয়পুরহাট । আমার মা এর সম্ভব্যত এ রোগ েহয়েছে। টয়লেটে গেলে রক্ত বেরহয় এবং প্রায় সব সময় প্রেচুর ব্যাথা করে। দয়া করে বলবেন কি ধরনের ডাক্তার বা কোন ডাক্তার দেখালে ভাল হয়। এ বেশ কয়েক বছর ধরেই হয়ে আসছে এবং এখন প্রচুর সমস্যা হচ্ছে
একজন কলোরেকটাল সারজন দেখান।
Vai moldarer asepase detha hothat Kore er karon ki
আমার কমরের গুরায় পাইলস এর মত হইছে। উপরে যা বলা আছে ঠিক তার সঙ্গে মিলে কিন্তু আমার পায়খানার জায়গায় এটা হয় নাই ওর ওপরে ঠিক কমরের গুরায় হইছে। পাইলস কি এমন জায়গায় হয়?
ফিষ্টুলা অথবা সাইনাস হতে পারে। না দেখে বোঝা যাবে না।
পাইলস এর ক্ষেত্রে হেমিওপ্যাথি চিকিৎসা নেয়া কি ঠিক ?
আমার বয়স ২৪ বছর গত 5 বছর আগে থেকে বছরে ২ একবার আমার পয়খানার সাথে রক্ত যেত। কিছু ঔষধ থেলে ভাল থাকতাম , কিন্ত গত 10-01-2016 ইং তারিখের পর হঠাৎ এত বেশি রক্ত যেতে শুরু করল কিছুতেই ভাল হচ্ছিল না। প্রায় 1 মাস রক্ত যাওয়ার পর আমি হসপিটালে ভর্তি হই। প্রথমে আমাকে 1 ব্যাগ পরে ৬ ব্যাগ মোট ৭ ব্যাগ রক্ত দিতে হয়েছিল। এরপর আমি গত 24-02-2016 ইং তারিখে লংগো অপরেশন করি। অপারেশন এর পর আর রক্ত যায়নি , কিন্ত অপারেশন এর পর থেকে আমার প্রতিদিন ৩,৪ বার করে পায়খানা হয়, পায়খানা আগে মলদ্বারে ব্যাথা হয়, কি করতে পারি
অনেক সময় stapler এর পিন বেশি নিচে থাকলে ব্যথা হতে পারে
আসসালামু আলাইকুম, স্যার গত ১৬ জানুয়ারী আমি আমার পায়ুপথের পাশে কিছু একটা ব্যথা অনুভব করি, পায়খানাও তেমন হচ্ছিল না দুদিন থেকে, এতটা গুরুত্ব দি নাই, দুদিন পর উঠতে বসতে একটু অসুবিধে হচ্ছিল তারপরও কোনো গুরুত্ব দি নাই শুধু নাফা খেয়েছিলাম ব্যথার জন্য, পরে ১৮জানুয়ারী থেকে আমার শরীর খারাপ হতে থাকে, পায়খানা হয় না, হলেও অনেক কঠিন পায়খানা হতো, তারপর ২০জানুয়ারীতে পায়ুপথের ডান পাশে হালকা ফুলে যায়, এবারই এটা প্রথম হয়েছে তাই বুঝতে পারছিলাম না, আর গোপন সমস্যার কারণে কারো সাথে শেয়ার করা হয়নি, ২২জানুয়ারীতে ফোড়ার আকার ধারণ করে একদিনেই বেশি হাটাচলার কারণে ফোড়াটা ফেটে গিয়ে রগ বের হয় সাথে পুজ জমে আছে, এটার সমাধানটা জানাবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম
এটি সম্ভবত ফিস্টুলা। আপনি বিশেষজ্ঞ চিকিৎসক সশরীর এ দেখিয়ে পরামর্শ নিন
আমার মায়ের বয়স 65 বছর। পায়খানা করার সময় কিছু একটা বের হয়।
আমার বয়স ২৫।আমার আট দশদিন হলো পায়খানার সমস্যা হচ্ছে।প্রথমে ভেবেছি হয়তো পায়াখানা কঠিন হচ্ছে তাই গরম দুধ,শাক খেয়েছি।তাতেও পায়খানা স্বাভাবিক হচ্ছে না।অল্প হয় কিন্তু তারপরেও মনে হয় পায়খানা ক্লেয়ার না।যেটুকু হয় তা জোর করে।পরে ফার্মেসি থেকে ঔষুধ আনি।প্রথমদিন রাতে খাওয়ার পর সকালে হালকা পাতলা পায়খানা হয়েছে।কিন্তু পরেরদিন রাতে খাওয়ার পর সকালে অল্প হয়েছে।পায়খানার হালকা চাপ হয় কিন্তু পায়খানা হয় না।মনে হয় নরম কিছু একটা আটকে আছে।খাওয়ার রুচি ঠিক আছে তবে মাঝে মাঝে মনে হয় গলা পর্যন্ত খাবার আছে।আরেকটা কথা প্রায় বছর খানেক আগে পায়খানার সাথে রক্ত গিয়েছিল অল্প কিন্তু এর পর আর দেখিনি।এমন কেন হচ্ছে বা এখন আমি কি করবো??দয়া করে একটু জানাবেন।
মলদ্বার পরিখখা না করে বলা জাবে না কি হয়েছে। একজন বিশেষজ্ঞ এর মতামত নিন
স্যার আমি কি আপনার সাথে যোগা-যোগ এর নাম্বার পেতে পারি।
আমার স্ত্রীর পাইলস এর সমস্যা গত তিন চার মাস জাবত অনেক বেশি এবং রক্ত ক্ষরণ হচ্ছে নিয়মিত।
এখন কি করা জেতে পারে?
সরোয়ারদী এবং সিকদার হসপিটালে চিকিৎসা করিয়েছি কিন্তু ভালো হয়নি।
নীচের লিংক এ ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগের বিস্তারিত পাবেন। ধণ্যবাদ।
http://drgmsalahuddin.com/contact/
আমার বয়স ২৬। গত সপ্তাহে হঠাত একবার কোষ্ঠকাঠিন্য হওয়ার সময় মলদ্বারে বাথা পাই। তারপর থেকে পায়খানা করার সময় মলদ্বারের একপাশে ব্যাথা করে। এর ২/৩ দিন পর মলদ্বারে টিস্যু নিয়ে দেখি রক্ত। যদিও এখন ব্যাথা অনেকটাই কমে গিয়েছে। কিন্তু আজ পায়খানা করতে গিয়ে একটু ব্যাথা অনুভুত হয় এবং দেখি ফোটায় ফোটায় তাজা রক্ত পরছে। আমার কি পাইলস হয়েছে???
না শুধু হঠাত কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে মলদ্বার ফেটে গিয়েছে???
[ বি.দ্র. রোজার কারনে আমার খাদ্যাভ্যাস এ পরিবর্তন আসছে।
আমার পরিবারের কারো পাইলস নেই।]
এটা ফিশার হতে পারে।
Sir apnar chembar kothay…
amar wifer er piles. ami apnar poramorsho nite chai.
Medinova Medical Services Ltd
Zakir Super Market, 145, Bangabandhu Road (opposite Nur Maszid),Chashara, Narayanganj
For serial: +88-01989734847
Phone: 7646415, 7641965, 7641985
Sir Please amk apnar akta contact den…..
Medinova Medical Services Ltd
Zakir Super Market, 145, Bangabandhu Road (opposite Nur Maszid),Chashara, Narayanganj
For serial: +88-01989734847
Phone: 7646415, 7641965, 7641985
Dear sir
My father is suffering from the problem for a long time. Piles. Just before 3 days he has undergone a cardia bypass surgery. But it it seems he can’t wait for the piles surgery for long. Is this operation very troublesome?
Cardiac surgery হওয়ার দুই তিন মাস. পরে করা ভাল যদি emergency na hoy
আমার মলত্যাগের সময় প্রচুর জ্বালা পোড়া করে কিন্তু কোন রক্ত বা মাংশপেশশি বের হয় না। মলত্যাগের অনুভব হলেও মলত্যাগ না হওয়ার ঘটনাও ঘটে মাঝে মধ্য। তাছারা মিউকাস সেক্রিট হয় মাঝে মাঝে। এটি কি পাইলস? কি করনিয় আছে
এটা ফিশার হতে পারে.
অবশ্যই মলদ্বার পরিক্ষা করিয়ে চিকিৎসা নিতে হবে
আমার আগে এক দুইবার এমনন হয়েছে পায়ুপথে এমনিতেই একটু ব্যথা হয় টয়লেট করার সময় সেটা শুধু বুঝা যায় অন্য সময় না কয়েকদিন পর ভাল হয়ে যায়…
এবার ও হলো ২/৩ দিন যাবত, এর আগে কয়দিন নরম নরম হয়েছে টয়লেট, কি করা যায়..
আপনার লেখাটি ভাল লাগলো… ধন্যবাদ
আমার পায়খানার সময় রক্ত যায়, জ্বালা পড়া করে, এখন আমি কি করবো?
পায়খানা শক্ত হলে নরম করার ব্যবস্থা করেন। চিকিৎসক দেখিয়ে পরামর্শ নিন।
আসসালামু আলাইকুম,
স্যার, আমার বয়স ৩১ বছর, আমি দীগ ৫-৮ বছর ধরে কুষ্ঠকাঠিনে ভোগছি। প্রায় সময় পায়খানা কষা কষা হয়। অধিক জোরে পায়খানার করতে হয়, প্রায় সময় anal’s lips এ কাটা কাটা মনে হতো।
বিগত ৩-৪ মাস ধরে পায়ুপথে বাহিরে, ছোট ফুঁড়ার মতো মনে হলে, Medicine experts
Dr. Jayed Parvez Vuiya সাহেবের কাছ থেকে কিছু ঔষধ খাওয়ার পর ভাল ছিলাম, উনার নিষেধ ছিল- গরু, ইলিশ, চিংড়ী, ফামের মুরগী, খাওয়া যাবে না ১ বছর। কিন্তু…..
ঈদের দাওয়াতে, গরু মাংশ ও ফামের মুরগী খাওয়ার পর থেকে, গত ২-দিন ধরে, পাইলস অনেক বড় ফুঁড়ার মতো হয়ে আছে, এবং খুব ব্যথা করেতেছে।
স্যার, হোমিওফাতিতে কি পাইলস সারানো সম্ভব?
আর,
সরকারি হাসপাতালে ভাল চিকিৎসা হবে কি?
না, পাইবেটে ভাল হবে? আমার আবার টাকা খুব সমস্যা।
প্লিস, দয়া করে, জানাবেন,
আল্লাহ্ আপনার দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আমিন….
সুন্দর পরামর্শের জন্য।
আমার বাসা মৌলভীবাজার, সিলেট।
আমার প্রায় 5-6 বছর যাবত মলদারে সমস্যা যেমন – মলদারে জালা পোড়া, মলদারের চারপাশে ব্রন এর মতো ছোট নরম গোটা,,, এবং পায়খানার পর মলদার ফুলে যায়,,,,, চুলকায়,,,, অনেকেই বলছে এটা অর্শ, ,কয়েকজনের কাছে হোমিও ঔষধ খাওয়ার পর কিছুদিন ভালো থাকার পর আবার ঐ সমস্যা গুলো পূর্ণ রূপ নেয়,, বর্তমানেে আমার দিন গুলো খুব খারাপ কাটে, রাত গুলো আরো বেশি খারাপ কাটে,,, সব সময় মন খারাপ থাকে,,,, আমি নারায়ণগঞ্জ এ থাকি,,,,, আমি আপনার চেম্বার এ আসতে চাই, , কি রকম খরচ পরবে জানালে ভালো হতো,,,,
আমি মালয়েশিয়ার প্রবাসি।গত দুই বছর যাবত আমার পায়খানা ক্লিয়ার হচ্ছে না।পায়খানা করার সময় কিছুটা কষ্ট হয়। কিন্তু আমি কনো অতিরিক্ত মাংস আনুভব করি না।আমার গেষ্টীকের কিছুটা সমস্যা আছে। এখন আমি বুঝতে পারছি না আমার কি গেজ আছি কি না।এমতাবস্তায় আমি কি ভাবে নিশ্চিত হতে পারি। এবং আমি কোন ধরনের ডাক্তারের কাছে যোগাযোগ করতে পারি?
consult with specialist,preferebly gestroenterologist
স্যার,, সম্প্রতি আমার একটা সমস্যা প্রকটভাবে বেড়ে গেছে। এটা তেমন কোন সমস্যাই করে না। কখনোও যদি কস্টকাঠিন্য হয় তখনি কেবল ব্লিডিং হয়।। তবে সেটা অনেক কম। হয়তো দুই মাস পর পর। এমনিতে বাহিরে কিছু বের হয়ে থাকে না। কিন্তু টয়লেট চলাকালীন আমি বুঝতে পারি কিছু একটা সামান্য বের হয়ে আছে, পরে আবার ঢুকেও যায়। এটা তাই সমস্যা করে না। সম্প্রতি বিসিএস এক্সাম দিবো ভেবেছিলাম। আমি কি এই রোগটা থেকে একেবারে পুরোপুরি সুস্থ হতে পারব
সম্ভবত পাইলস্ এর সমস্যা .
চিকিৎসা করলে ভাল হবেন ঈনশাআল্লাহ
স্যার, পাইলস এর লংগো অপারেশান এর খরচ কত এবং কেটে অপারেশান এর খরচ কত । আপনার কাছে কেটে অপারেশান করলে কত খরচ হবে? জেনারেল সার্জন কি পাইলস অপারেশন করতে পারবে ?
জেনারেল সার্জন পাইলস্ অপারেশন করতে পারেন তবে success rate কম।
রুগী না দেখে খরচ নিয়ে আমরা আলচনা সাধারণত করি না।
খরচ রোগ এবং কোথায় অপারেশন করাবেন তার উপর নির্ভরশীল
help me
amar paykhana kosa blood jay paykhana por.. paykhana narom hohar onk khabar khai but norom hoy na.. pata onk gass or doctor r kasa thaka osot khise but kono rosto pora ba paykhana rorom hosa na plz help
পায়খানা নরম করার জন্য বিভিন ঔষধ আছে
আপনি ডাঃ দেখিয়ে ঔষধ খেতে পারেন।
akon paykhanar jaygay akta lal akto folsa or paksa aga tamon kiso laga nay hata… but akon paksa akon ami ki korta pari or ata ki rog hota para rosto off hoy na plz help.
না দেখে বুঝা মুশকিল যে কি হয়েছে।
একজন বিশেষজ্ঞ ডাঃ দেখিয়ে চিকিৎসা নিন
আমার বয়স ১৬।মলদ্বারের পিছনের দিকে মাংস পেশি ফুলে বেরিয়ে আছে ২ দিন হলো।আমার অবশ্য প্রায় ৬/৭মাস থেকে কোষ্ঠকাঠিন্য আবার নরমাল।এভাবে চলে আসছে।কিন্তু গত ২ দিন হলো এমন হওয়ায় বুঝতে পারছি না কি হইল।দয়া করে আমার কি হয়েছে এবং পরামর্শ দেবেন।
পায়খানা নরম রাখতে হবে।
হিপ্ বাথ নিবেন দিনে দুই বার
sir ami mbbs doctorer poramosro nici….then homeo poramorso nici….ar akhon homeo osudh khacci..amar oi mangso peshir batha aktu komce kal osudh kheye.sir homeo doctorer mote amar pails er 1st porjay..apnar mote??????
না দেখে কিভাবে বলব?
আমার বয়স ২৮। প্রায় ৪থেকে৫ বছর আগ হতে পায়খানায় গেলে পায়খানা করার সময় মাংস পেশী বেরিয়ে আসে। প্রথম দিকে মাংস পেশী পায়খানা শেষে একাই ভিতরে চলে যেতে। গত এক দেড় বছর হলো মাংস পেশী বেশী বের হয় এবং নিজে নিজে ঢুকে না গিয়ে আটকে থাকে। পায়খানা শেষে আঙ্গুলের চাপ দিয়ে ঢুকিয়ে দিতে হয়। কোন অবস্থায়ই আমার কোন ব্যথা হয় না। কোন প্রকার রক্ত বের হয় বলে আমার মাঝে মাঝে মনে হয় ।
আমার এ সমস্যাটি কি পাইলস্? না অন্য কোন রোগ? কোন ধরণের চিকিৎসা নিতে হবে? কোথায়?
পাইলস্ অথবা রেক্টাল প্রলাপ্স ও হতে পারে। দেখতে হবে।
আমার বয়স 20 বছর পায়খানা করার সময় এবং পরে খুব বেথা করে আমাকে এটা ঠিক করার উপায় বলবেন
কেন ব্যথা হয় সেটা নির্নয় না করে তো ঠিক করার উপায় বলা যায় না
আমার বয়স ২৫। ৫/৬ বছর আগেথেকেই মাঝেমাঝে খেয়াল করতাম যখন কোন কারনে পায়খানা কঠিন হত তখন মলদ্বার এর ভিতরের দিকে একটা নরম মাংসপিণ্ড অনুভব করতাম। কোন কোন সময় মনে হত যে এটার জন্যই পায়খানা ঠিকমতো হচ্ছেনা।তখন মাঝেমাঝে ওটা ফাক করে দিলে সহজে মলত্যাগ হত। এটা কি কোন সমস্যা?
এখনো এই রকম ই হয় মাঝেমাঝে। কিন্তু কোন রক্ত বের হওয়া বা অন্যকোন সমস্যা নেই। বা সেটা বের হয়ে আসেও না। কিন্তু আগের চেয়ে সামান্য নিচে নেমেছে বলে মনে হল আজ।
আমি কি ডাক্তার দেখাব?
অবশ্যই ডাঃ দেখাতে হবে। এটি একটি রোগ . এখনই চিকিৎসা না নিলে আস্তে আস্তে বড় হবে
স্যার আমান বয়স 18।আমার পায়খানা পথে শুধু জ্বালাপোরা করে। আসল এটা কি পাইলস?
এনাল ফিসার হওয়ার সম্ভাবনা ই বেশি
আমার বয়স ১৮ আমার পাইসের কারনে আমাকে আর্মির মাঠ তেকে বাইর করে দেউয়া হয় এখন আমি কি উপায় ব্যাবহার করে এই রোগ সরাতে পারী???
Operation করালেই আপনি পুরো পুরি ভাল হয়ে যাবেন
আমার বয়স ২০ বছর এক দেড় মাস আগে প্রথম মলের সাথে তাজা রক্ত গেছিলো তারপর সেটা একাএকাই ঠিক হয়ে যায়। আজ আবার সেই রকম হইছে, কিন্ত ওই দিনকার মত না হালকা একটু,মল অনেক শক্ত হইছে আর মলত্যাগ করতে অনেক কষ্ট হইছে।এখন এইটা কি কারনে হইছে এবং কেন হইছে একটু বলবে।
এটি মল শক্ত হওয়ার কারণে হয়ে থাকতে পারে।
আমার বয়স ২০।হঠাৎ করে আমার মল ত্যাগের সময় রক্ত পরা শুরু হইছে।কিছুদিন আগেও হয়ছিল কিন্ত আমি গুরুত্ত দেই নাই।এখন আবার আরম্ভ হয়ছে।এখন আমার কি করা উছিত
স্যার আমার মায়ের কয়েকদিন আগে পাইলসের অপারেশন হয়েছে।এখন সবই ভাল কিন্তু পায়খানা কষা ও প্রস্রাব বন্ধ হয়ে যায়।স্যার এখন আমাদের কি করনীয়??
সংস্লিস্ট চিকিৎসক এর পরামর্শ নিন
আমার পয়ুপথের একটু উপরে ছোট গোটার মত হয়েছে। এটা কী ? এবং এর প্রতিকার কী?
Sir
আস্সালামু আলাইকুম।একটু net ঘেটে দেখলাম যে আমার রোগটার সাথে মলদ্বারে রক্তঝরা রোগের অন্যান্য লক্ষণগুলো মেলে না।আমার মল কষা হলে মাঝে মাঝে মলের সাথে রক্ত আসে আর ঐ মুহূর্তেই স্বাভাবিক চাপে আরোও কয়েক ফোটা রক্ত ঝরে।মলত্যাগ শেষে বায়ুপথে হালকা অস্বস্তি লাগে।তবে এটা অনিয়মিত(কয়েক মাসের ব্যাবধানে) এবং মল কষার সাথেই সম্পর্কিত মনে হয়।আমার মলত্যাগ নিয়মিত,হজমে সমস্যা নেই এবং নির্দিষ্ট কোন খাবারে সমস্যা ও আমাশয় সমস্যা নেই।আমার উক্ত লক্ষণ কী রোগ হতে পারে আর করণীয় কী?অনুগ্রহ করে জানাবেন।
এটি এনাল ফিসার হতে পারে। না দেখে নিশ্চিত হওয়া যাবে না।
একজনের বয়স ১২+ সে বাথরুম করার পর মাঝে মাঝে একটা ছোট নরম মাংস বাইরে আসে সব সময় আসে না মাঝে মধ্যে কোনো রক্তও যায় না এটা কি করা যেতে পারে এবং পাতলা পায়খান হয় ঘন ঘন
স্যার আমি পাভেল। বয়স ২৬। আমার পায়খানার রাস্তারর বাইরে ছোট একটা গোটা হয়েছে ৮/৯ মাস আগে।আমি গোটা হওয়ার ৩/৪ দিন পরে ডাঃ দেখাই। ডাঃ বলেছেন অপারেশন করাতে।আমি করাইনি কারণ অনেকে বলেছে অপারেশন করলে কিছু দিন পরে আবার দেখা দেয় তাদের হয়েছে।এখন আমার সম্যসা হচ্ছে পায়খানা শক্ত হলে মাঝে মাঝে রক্ত যায়।চুলকায় ব্যাথা করে। স্যার এখন আমি কি করতে পারি।ওষুধ খাব না কি অপারেশন করাবো।অপারেশন করলে কি আবার হতে পারে।
শুনে মনে হচ্ছে এটি ফিস্টুলা হতে পারে।
যদি তাই হয় তবে অপারেশন করাতে হবে।
আর অপারেশন করলে ভাল হবেন ইনশাআল্লাহ
আমার পাইলস এ আজ দুই দিন একটু পর পর ব্যথা অনুভব হয়।এর আগে কখনো হয়নি এখন আমার করনিয় কি
ব্যথার ওশুধ খান ও হিপবাথ নিন।
বিশেষজ্ঞ ডাঃ এর পরামর্শ নিন
স্যার, আপনি কি চেম্বার করেন। করলে কোথায়, কবে এবং সময় জানাবেন প্লিজ। আর এপয়নমেন্ট নেয়ার নম্বর থাকলে দিবেন প্লিজ।
হ্যা।
http://drgmsalahuddin.com/contact/
স্যার, আমি স্বপন আমার বয়স 20, আমার মালদার থেকে পায়খানা করার সময় ফোটা ফোটা রক্ত বেরোই ত স্যার কি করবো একটু বলে দিন না।
স্যার আমার মালদ্বারে ব্যাথ্যা বাথরুম ক্লিয়ার হয় না, বসতে গেলে ব্যাথ্যা, মাঝে মাঝে সব সময় ব্যাথ্যা লাগে, চাপ দিয়ে এখন বাথরুম করতে হয়। আমার বিগত আড়াই মাস ধরে এ রকম আমি ডাঃ দেখিয়েছি আমাকে হালকা গরম পানিতে বসে থাকতে বলেছে একটা ক্রিম ও একটা সিরাপ দিয়েছে। কিন্তু আমার রোগ টা কি একটু যদি বলেন?
ধন্যবাদ স্যার
এটি এনাল ফিসার হতে পারে। তবে অনেক সময় এবসেস হয়ে এমন ব্যথা হতে পারে। মলদ্বার পরিক্ষা না করে কনফার্ম করা যাবে না
sir,amr ami prai 9 bosor holo a osuke kosto pasci…amr boyos 23 bosor,ami protome homiopathy chikisha koraleo ta continue kora jai ni..osud patano jeto na…amr baire ekti mangsho bridhi paise bes boro..abong mol darer vitor diyeo ekti mangsho bridhi pasce..akhon amr obosta khub kharap tolpet theke payupoth projonto khub betha kore.. khub…doctor dhekaisilm..operation korte bolsilo..kintu operation korale naki pore onk problm..ai jonno dari kortise..sir plz apni betha komanor jonno kichu bolun..o operation korte ki rokom tk o somoy lage ektu janabn sir..
Operation লাগবে কিনা সেটা বিশেষজ্ঞ ডাক্তার না দেখিয়ে নিশ্চিত হওয়া যাবে না। আর অপারেশন লাগলে করালেই problem kombe.
স্যার
আজ থেকে ১৫ বছর আগে আমার মলদারের পাশে একটা ফোড়ার মত দেখাগেছিল এবং এটা একজন সার্জারি ডাক্তারকে দেখালে ওনি অপারেশন করেন এবং এর পর থেকে আজ পর্যন্ত ওটা দিয়ে প্রায়সময় পুজ বের হয়।তার পাশাপাশি বাথরুম শক্ত হলে মাঝে মধ্যে মলদারের ভিতরে ছিড়ে যায়।এই অবস্থায় আমার করনীয় কি বলবেন??
এটি সম্ভবত ফিস্টুলা . আপনি বিশেষজ্ঞ ডাঃ এর সরনাপন্ন হন।
স্যার আমার বয়স ৩২. আট বছর পূর্বে মলদারে একটি
ছোট নরম গোটা দেখা দিয়েছিল। ওটি এমনিতেই ভালো হয়েছিল।
২০১৬ সালে পুরোপুরি একমাস হালকা রক্ত ও মিউকাস যেত।আবার ভালো হয়।
এখন ঐ একই সমস্যায় ভুগছি।পাইখানা মাঝে মাঝে কালো হচ্ছে। পেটে কোন ব্যাথা নেই, ক্ষুধার কোন সমস্যা নেই। দয়া করে পরামর্শ দিবেন।
আপনি বিশেষজ্ঞ চিকিৎসক এর সরনাপন্ন হোন।
আপনার colonoscopy করে নেয়া উচিৎ
আমার বয়স ১৭ বছর ২ দিন যাব টয়লেটের রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে।।।আমি এখন কি করব।
I would like to thank you for the efforts you’ve put in writing this
blog. I’m hoping to view the same high-grade content from you in the future as well.
In fact, your creative writing abilities has
encouraged me to get my very own site now 😉
আমার নাম ইমন।আজ কে সকালে আমার পায়খানা অনেক কষা হল তারপর দেখলাম তাজা রক্ত আসছে পায়খানার সাথে।আজকেই first এমন হল।আমি কি করব?
স্যার? আমার মলদ্বারের পিছনের অংশে ব্যাথা হয় প্রায় তিন দিন যাবত, রক্ত বা অন্য কিছু অনুভব হয়না। তবে মলদারের পিছনের অংশ একটু ফোলা মনে হয়, প্রচুর কষ্ট পাচ্ছি, সমাধান দিলে উপকৃত হব, দয়া করে অামায় সহযোগীতা করেন।
সম্ভবত ইনফেকশনজনিত সমস্যা
Abscess হতে পারে।
দ্রুত চিকিতসক দেখিয়ে ওসুধ খান
স্যার, অনেক আগ থেকে খেয়াল করছি যে আমার থেকে থেকে অর্থাৎ ১মাস পর পর হঠাত কোনো একদিন মলের সাথে লাল আবরণ দেখা যায়,একে কি আমি মলের সাথে রক্ত যাওয়া বলতে পারি? যদি তাই হয়, তবে এর থেকে প্রতিকার কিভাবে পাব?
হ্যাঁ এটি রক্ত যাওয়া
বিশেষজ্ঞ ডাঃ এর পরামর্শ নিন
স্যার আমার গত ২ তিন দিন হলো টয়লেটের রাস্তা ফুলে গিয়েছে টয়লেট কসা হয়েছিল কিন্তু এখন টয়লেট ঠিক ভাবে হয় তবে আমার টয়লেটের রাস্তা ফুলে গিয়েছে এখন কি পাইলস হয়েছে না অন্য কিছু স্যার দয়া করে বলবেন সালাম কিন্তু এখন বেথা করিতেছে স্যার আমি খুব ভয়ে আছি
পাইলস হতে পারে ব্যাথার ওশুধ খান। মল নরম রাখুন ইনশা আল্লাহ্ ঠিক হয়ে যাবে।
স্যার মল নরম রাখার জন্য আমি কি ব্যবহার করতে পারি আর এর জন্য আমি হোমিওপ্যাথিক ডাক্তার দেখাবো স্যার বলবেন দয়া করে সালাম স্যার
আমার গত দুই বছর যাবত এমন সমস্যা, পায়খানা অধিক শক্ত হলে হালকা রক্ত করন হয় পরের দিন আবার ঠিক হয়ে যা, কিন্তু পায়ু পথের মুখটা ফুলা থাকে সবসময় আর রোজ পায়খানার পর শৌচ করার সময় মনে হয় পিচ্ছিল একটা পদার্থ বের হয় পায়ু পথ দিয়ে। কি কারনে এমন সমস্যা হয় বলতে পারেন?
আমার 4-5 দিন হলো এই সমস্যাতে ভুগছি যা পাইলস এর লক্ষনগুলোর সাথে মিল রয়েছে।
পায়খানার সময় তাজা রক্ত বের হয়। হালকা ব্যাথা আছে। হালকা ফুলা চাকা চাকা ভাব রয়েছে।
আমি কি ধরনের চিকিৎসা নিতে পারি..?
চিকিৎসা নেওয়ার আগে রোগ নির্নয় জরুরি .তাই বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন।
স্যার,আমার কোলনস্কপি করে রেকটাম হতে 20cm
দূরে আলসার ধরা পড়ছে ৫ মাস পূর্বে। ডা.পরামর্শে ৩ মাস মেসাকল৪০০mg ট্যাবলেট খাই। কিছুটা উন্নতি হয় বটে কিন্তু এখন আবার পূর্বের মত।বায়পসিতে কোন ক্যানসারসেল নেইা যেকোন সময় বাথরুমের বেগ পায় এবং রক্ত যায়।
এখন প্রশ্ন অপারেশনে কি আলসার ভালো হয়?
সম্ভবত আপ্নার ইনফ্লামেটরি বওল ডিজিজ।
ওসুধে নিয়ন্ত্রণে থাকে
আমার বয়স ২২ বছর।আমার প্রায় ৩ বছর যাবত মাঝে মাঝে মলের সাথে রক্ত যায় তবে দুই বা তিন দিন পর পানি বেশি খেলে শাক খেলে ঠিক হয়ে যায়।তবে আজ ১০/১২ দিন যাবত একটানা রক্ত যাচ্ছে। ভয়ে বাথ্রুমে যেতে ইচ্ছে করে না।ব্যাথা ও হচ্ছে প্রায় সবসময় তবে বাথ্রুমে গেলে ব্যাথা বেশি হয়।মলদ্বারে প্রায় তিন বছর যাবত আঙুর এর মত আকারের দুইটা মাংস পিন্ড আছে।তবে এটা ভেতর থেকে বের হয় নি বলেই মনে হয়।এটা ভিতরেও যায় না।তবে এতে কোন অনুভূতিও নেই।কখনো ব্যাথা ও হয় না।তবে কষ্ট কাঠিন্য হলে মলদারে ব্যাথা হয় আর এই আঙুর এর আকৃতির সংখ্যা ও দিন দিন বারছে ১-৩ হয়েছে।আমার কি তাহলে বাউসি? না অন্য রোগ? আমি কি করব এখন।দয়া করে জানাবেন।
এটি এনাল ফিশার ও এক্সটার্নাল পাইলস হতে পারে।
বিশেষজ্ঞ ডাঃ দেখিয়ে দ্রুত চিকিৎসা নিন
আসসালামু আলাইকুম,
আমার বয়স ১৬ বছর। আমার হটাত করে গত ২দিন ধরে খুব পেট ব্যাথা করে আর আমি বাথরুম করতে যাচ্ছি কিন্তু আমার সম্পূর্ণ পায়খানা হচ্ছে না, অল্প একটু করে হচ্ছে।
এখন আমার কি করা উচিত?
আর এটা কেন হচ্ছে?
একটু দয়া করে জানাবেন।
এটা পেটে ইনফেকশন থেকে হতে পারে
বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন
আমার বয়স ৩২ বছর।ছোট বেলা থেকে রক্ত যেতো,আসতে আসতে গোটা আকারে মলদ্বার দিয়ে বাহির হয় কিন্ত মাঝে মাঝে ভিতরে ডুলে যায় আর দেখা যায় না।আবার দেখা যায়।কিন্ত আজকে হঠাৎ করে মলদ্বার এর পাশে স্কিন এ একটা বিচি আকারের দানার মতোন দেখা যাচ্চে।এখন কি করবো বুঝতেছিনা।
পাইলস্ হতে পারে। আপনি বিশেষজ্ঞ চিকিৎসক এর পরামর্শ নিন
হেলো স্যার, আমার বসয় ২৫। আজ রাতে পায়খানা করতে গিয়ে ফিল করলাম আমার পায়খানার রাস্তার বাইরের দিকে একপাশে একটু করে ফুলে গেছে, কিন্তু কোন ব্যাথা নেই, হাল্কা ফুলে গেছে। এটা কি পাইলস??
External piles hote pare
স্যা,,, আমার পায়খানার রাস্তায় উপরে এবং মাঝে মাঝে ভিতরে ছোট আবার অনেক সময় কিছু বড় নরম ফুড়ি দেখা যায়,,,ব্যথা হয়,, রক্ত যায় না… তা কি হতে পারে,,দয়া করে বললে উপকার হবে
আমার বয়স ৪১, ওজন ৭৮ কেজি ছিল ডায়েট কন্ট্রোল এবং ব্যায়াম করে (৩ সপ্তাহে) এখন আছে ৭৩ কেজি। রক্তে কোলস্টরেল আছে, ফেটি লিভার থেকে এখন লিভারে ইনফেকসন, ডায়াবেটিস আছে কিন্তু এখন নিয়ন্ত্রনে। বর্তমানে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছি, মাঝে মাঝে রক্ত যাচ্ছ, পায়খানা কোনভাবে নরম হচ্ছে না, laxolac, doralax খেয়েও কোন কাজ হচ্ছে না। পরামর্শ কামনা করছি।
আমার বয়স ৪১, ওজন ৭৮ কেজি ছিল ডায়েট কন্ট্রোল এবং ব্যায়াম করে (৩ সপ্তাহে) এখন আছে ৭৩ কেজি। রক্তে কোলস্টরেল আছে, ফেটি লিভার থেকে এখন লিভারে ইনফেকসন, ডায়াবেটিস আছে কিন্তু এখন নিয়ন্ত্রনে। বর্তমানে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছি, মাঝে মাঝে রক্ত যাচ্ছ, পায়খানা কোনভাবে নরম হচ্ছে না, laxolac, doralax খেয়েও কোন কাজ হচ্ছে না। পরামর্শ কামনা করছি।
এখন আমি কোন ধরনের ডাক্তারের পরামর্শ নিতে পারি
আজ পায়খানা করার পর লক্ষ্য করলাম যে আমার পায়খানা কালো (Black)রং এর,,,,, এখন আমার কি হয়েছে
Sir,
আমার পায়ুপথ থেকে রক্ত বের হয়। ১০ বছর বয়সে হালকা পাতলা বের হতো সবসময় কখনই না মাঝে মাঝে এমন হয়।। কিন্তু আমি কিছু বুজতাম না তবে এখন দুই চারদিন থেকে রক্ত বের হচ্ছে এবং তার সাথে আজ একটা খুব ছোট্ট গোশতের টুকরা পেলাম আমার মনে হচ্ছে আরকি।।। আমার বয়স ১৫ বছর। আজরাতে আমার কোমর ব্যথা করছে।আমার কোন রোগ???আমি খুব ভয় করছি।।।
আচ্ছা স্যার এটা কোথায় অপেরেশন করলে ভালো হয়।আর রচ কেমন যেতে পারে
স্যার আমার কিছু হলো পাইখানা হওয়ার সময় মলদারে কুব
জ্বালা করছে ,রক্ত পড়ছে না ,আমি কি করবো
অর্শ সেরে যাবার পর পায়ুপথে গুটিগুটি অনুভব হয়…আমার অনেকদিন হয়ে গেল পায়খানার সাথে কোন রক্ত পড়ে না
স্যার আমার বাবার বয়স ৪০। ২৫ বছর আগে থেকে পায়খানা করতে গিয়ে রক্ত পড়তো, ওষুধ খেলে ঠিক হত আবার দুই তিন মাস ধরে রক্ত পড়তো। ১০ বছর ধরে পায়খানা করার সময় মাংসপেশ বেরিয়ে আসে তা এমনি এমনি ঢুকে যায় না, হাত দিয়ে চাপ দিলে ঢুকে যায়,৫ বছর আগে পাইলস এর ইনজেকশন করে ভালো হয়ে গেছিল আবার ১ বছর ধরে পায়খানা করার সময় একটা মাংসপিণ্ড বের হয়ে আসে আর সেই খান দিয়ে তাজা রক্ত পড়ে, কোষ্ঠকাঠিন্য আছে। এটা কোন রোগ এবং কি করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে বললে খুবই উপকৃত হতাম ।
সম্ভবত আপনার পাইলসের সমস্যা আছে।
বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে চিকিৎসা নিন
মলদ্বারে অনেকদিন পর পর কাটাকাটা বাধার কারন ক?অন্য কোনো সমস্যা নাই।বয়স ২৩
আসসালামু আলাইকুম।আমার নাম শান। গত 1 সপ্তাহ যাবত আমার পায়খানার রাস্তায় বাইেরের দিকে বা একদম প্রায় মাঝ পথের থেকেও বাইরে একটি গোল আকার কিছু একটা হয়েছে।যখন কোনো প্রকার চাপ লাগে তখন হালকা বেথা অনুভব হয় জেমন টা কোনো ব্রোন উঠলে তার উপর চাপ লাগলে যেমন বেথা হতে পারে প্রায় তেমন। কোনো পর্কার রক্ত খরন হয় না এটার কোমো প্রকার মুখ বা কিছুই নেই ধরলে বেথা করে আর ভালো মতো আঙুল দিয়ে নেরে দেখলে মনে হয় ভিতরে ২টা গোল কিছু আছে ছোটো ছোটো।এই সমস্যাটা কি হতে পারে দোয়া করে জানাবেন প্লিজ
আপনার পেরি এনাল এবসেস হওয়ার সম্ভাবনা আছে। তবে না দেখে নিশ্চিত করা যাবে না।
মলদারের এক সাইট ফোলা
ব্যথা করতেছে
কয়েক দিন আগে ও এরকম হইছিলো
সেফুর৫০০ খাইছিলাম ব্যথা চলেগেছিল
কিন্তু ৭ দিনের ব্যবধান আবারও ফুলছে ব্যথা করতেছে
কি খেলে ফুলা আর ব্যথা চলে যাবে
কুসুম গরম জলে দুইবেলা বসেন, আর বিশেষজ্ঞ চিকিৎসক এর স্বরনাপন্ন হোন