শরীরের অন্যান্য জায়গায় সার্জারীর সাথে মলদ্বারের সার্জারীর কিছু মৌলিক পার্থক্য রয়েছে।
০১) মলদ্বারের সার্জারীর পর সাধারণত সেলাই হয়না।
০২) প্রতিদিন অপারেশনের স্থান মলের সংস্পর্শে আসে।
০৩) প্রচুর পরিমানে পানি ও রস নিঃসরণ হয়।
০৪) ক্ষত স্থান শুকাতে দীর্ঘ সময় লাগে।
তাই মলদ্বারের সার্জারীর পর বিশেষ যত্ন নিতে হয়।
#) যে সব সার্জারীর পর এই যত্ন প্রয়োজনঃ
০১) পাইলস সার্জারী।
০২) ফিশার সার্জারী।
০৩) ফিস্টুলা সার্জারী, সাধারণত জটিল ফিস্টুলা।
০৪) পুঁজ হয়ে যাওয়া বা এবসেস সার্জারী।
০৫) মলদ্বার চিকন হয়ে যাওয়ার অপারেশন (এনাল স্টেনোসিস)।
#) করনীয়ঃ
০১) পরিস্কার রাখাই মূলমন্ত্র।
০২) অনেক দিন ধরে এন্টিবায়োটিক খাওয়ার কোন যৌক্তিকতা নাই।
০৩) প্রয়োজনে ড্রেসিং করা।
০৪) নরম কাপড় বা গজ ব্যবহার করা।
০৫) কোন ধরনের টিস্যু ব্যবহার না করা।
০৬) সিজ বাথ বা গরম পানির সেক নেওয়া।
০৭) প্রয়োজনীয় ও পুষ্টিকর খাবার গ্রহন।
#) ক্ষত শুকানোর সময়ঃ
মলদ্বারের সার্জারীর পর ক্ষত শুকাতে শরীরের অন্যান্য জায়গার তুলনায় অধিক সময় লাগে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারন নেই। সবার শরীরের ক্ষত শুকানোর ক্ষমতা
এক রকম নয়। কারো বেশী সময় লাগে কারো কম। ধৈর্য সহকারে পরিচর্যা করলে এবং নিয়মকানুন মেনে চললে ক্ষত দ্রুত শুকায়।
আমার স্ত্রী ফিস্টুলা অপারেশন করা হয়েছে ১০ দিন কিন্তু সেলাই করেন মলদ্বার পাশ দিয়ে সেলাই ফেটে সমান্য পরিমাণ মল আসছে আমি এখন কি করবো আর এটি কি ধরনের সমস্যা?
সাধারণত মলদ্বার অপারেশন এর পর সেলাই করা হয় না। আপ্নার স্ত্রীর কি হয়েছে না দেখে বলা যাবে না
আমি পাইলসের অপারেশন করেছি এক মাস আগে তারপর এখন টয়লেটে গেলে ৩-৪ ফোটা রক্ত যাচ্ছে। এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? করণীয় কি? অনুগ্রহ করে উত্তর দিবেন।
১/২ মাস, কখনো কখনো আরো বেশি সময় এমন হতে পারে।
এটা স্বাভাবিক
দীর্ঘ কয়েক মাস যাবত দেখছি মলত্যাগ করার পর পায়ুপথে মাংস বৃদ্ধি হয়ে থাকে যা অনেকটাই বেদনাদায়ক। পায়খানা শক্ত হলে মাঝে মাঝে মলত্যাগের পর পায়ুপথে রক্ত বের হয়।
ইসবগুল/সোডিয়াম পিকোসালপেট/ফাইবার জাতীয় খাদ্য খাওয়ার পরামর্শ দিয়েছে ডাক্তার। তারপর কমতেছে না।
এক্ষেত্রে করণীয় কী?
অপারেশন ব্যাতিত কোন সমাধান আছে কী?
আমার ১ মাস আগে পেরি আনল abcess burst হইসিলো, তারপর থেকে নিয়মিত হিপ বাথ করে আসছি ,গত ১৫ দিন আগে dr দেখিয়েছি ,,স্যার এন্টিবায়োটিক দিয়েছিল ,কোর্সে শেষ,,এখনো পুঁজ পানি অল্প অল্প বের হয়,,এখন এইটা কি ফিস্টুলা তে কনভার্ট হয়েছে,,বা আমার কি অপারেশন করা উচিত,, দয়া করে যদি বলতেন
ফিস্টুলা হতে হলে সাধারণত ৩/৪ মাস সময় প্রয়োজন হয়।
এর পরেই বলা যাবে ফিস্টুলা হয়েছে কিনা।কাজেই আরও কিছু দিন অপেক্ষা করুন
আমি গত তিন বছরের বেশি হলো পাইলস অপারেশ করাইছি এতদিন মোটামুটি সুস্থ ছিলাম। ইদানীং আমার আবার মলত্যাগ করার সময় ব্যাথা হয় সারাদিনব্যাথা অনুভব হয়।এখন কি করনীয় আমার এমতাবস্থায়? আমার মল আটকে রাখতে কোন সমস্যা হয় না বা পূজ বের হয়না তবে মলত্যাগ করার সময় ব্যাথা হয় তারপর থেকে সারাদিন ধরে চিনচিন কর ব্যাথা করে খুবই অসহ্য লা। দয়া করে একটু এডভাইস দিন কি করলে আরগ্য হবে।
সেম প্রবলেম আমারো, তিন বছর হয়েছে অপারেশন করিয়েছি, কিন্তু অনেক দিন যাবত পায়খানা শক্ত থেকে নরম করতেই পারিনি তারপর একবার পানি গিয়েছে অনেক, আর ব্যাথা হয়। আপনার কি কখনো পানি গেছে? :
আমার ফিস্টুলা অপারেশন হয়েছে এক সপ্তাহ হলো। শুরুতেই ওখানে কষ ও হালকা পুঁজ আসত। কিন্তু এখন কষ আসা কমে যাচ্ছে কিন্তু পুঁজ বেশি আসতেছে। এটা কি নরমাল না নতুন সমস্যা।
আমি গত ০৭-০৬-২২ তারিখে ফিস্টুলা অপারেশন করছি।কোন সেলাই দেয়নি।বাথরুম থেকে বের হওয়ার পর অসহ্য জ্বালাপোড়া। যেগুলো ঔষধ দিছে ওগুলাও নিয়মিত খাচ্ছি কিন্তু বাথরুমের পর তো ব্যাথা আর জ্বালাপোড়ায় পাগল হচ্ছি আর এখন মনে হচ্ছে সব সময় ব্যাথা।
দয়া করে একটু পরামর্শ দিবেন প্লিজ।
সেম প্রব্লেম আমার ও, ২৩/৭/২০২২ তারিখে অপারেশন করেছি এখনো ব্যাথা যাচ্ছে না। দয়া করে যদি বলতেন আপনার বর্ত্মান অবস্থা কি
এখন কি অবস্থা আপনার ওয়াইফের?
৮ ন আগে পাইলসের অপারেশন করিয়েছি। তিন ডিগ্রি পাইলস,সেন্টিনেলটাল,এনাল ফিসার।। ল্যাংগো, লেজার দুটা ইউজ করসে। প্রথম চারদিন অনেক ব্লোটিং,লিকুইড খাওয়ায় অল্প অল্প পায়খানা হচ্ছিলো।ওষুধ চেন্জ,রেগুলার খাওয়া শুরু করার পরপায়খানা নরম থাকা সত্বেও ডানপাশ চাপ,আটকে আছে অনুভব হচছে।পায়খানা ধরেও রাখতে কষ্ট হচ্ছে
আমি একমাস ১০ দিন হলো ফিস্টুলা অপারেশন করিয়েছি, এখনো অবদি আমার পায়খানার সাথে রক্ত বের হয়। পায়খানার গায়ে গায়ে রক্ত লেগে থাকে এবং খুব কম পরিমানে। এই রক্ত যাওয়া কি কাটা স্থান থেকে আসছে নাকি অন্য কোনো সমস্যার জন্য? অবশ্য আমার অপারেশনের আগে কখনো রক্ত আসতো না পায়খানার সাথে।
আমার ফিস্টুলা অপারেশন হয়েছে ১ মাস ২০ দিন হল
এখনো পুরোপুরি শুকায় নি। হালকা সাদা পুঁজ বের হয়। এখন আমার করণীয় কি?
সাধারনত ফিস্টুলা অপারেশণ শুকাতে কয় মাস লাগতে পারে?
আমি এটা নিয়ে টেনশনে আছি।
অনুগ্রহ করে জানাবেন প্লিজ।।
আমার ১৫ দিন হলো ফিস্টুলা অপারেশন হয়েছে , কোন সেলাই দেইনি, ৩ দিন ডাক্তারমেডিকেলে রেখে বাড়ি পাঠিয়েছে,,, প্রতিদিন ২/৩ বার গরম পানিতে পভিসেপ ও লবন দিয়ে সেক দিতে বলেছে।। তেমন কোন ঔষধ ও দেইনি।। এখন শুকাতে কতো সময় লাগবে ??
আমার মলদ্বারের পাশে একটি ফোড়ার অপারেশন হয়েছে।
ফোড়ার গর্তে গজ কাপর দিয়ে বেধে দেয়া হয়েছে। এখন দুদিন হলো গজ কাপড়টি বের করার জন্য আমার করনীয় কি?
পানিতে বসে ধীরে ধীরে টেনে গজ বের করতে হবে
আমি এনাল ফিসার অপারেশন করাইছি প্রায় ১ মাস হয়ে যাচ্ছে। কিন্তু এখনো পুজ বের হয়। আর কতদিন লাগতে পারে। আর আমি তো টিস্যু ব্যাবহার করতেছি। আমার কি কোনো সমস্যা হবে।
এটা স্বাভাবিক।
দেড় থেকে দুইমাস লাগতে পারে
পাঁচ মাস হয়ছে ফিশার অপারেশন করলাম, এখন নতুন করে ব্লাড যায় ব্যাথা নাই।কি করলে ব্লাড বন্ধ হবে
Apnr ki fistula valo hoyeche? Valo hole kivabe hoyeche? Ektu janaben kindly. Amr o same problem.
আমার ২য় বার সার্জারী করার পর ৪ বছর যাবৎ ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রথম সার্জরিীর দুই বছর পর আবার হয়েছিলো
৮ ন আগে পাইলসের অপারেশন করিয়েছি। তিন ডিগ্রি পাইলস,সেন্টিনেলটাল,এনাল ফিসার।। ল্যাংগো, লেজার দুটা ইউজ করসে। প্রথম চারদিন অনেক ব্লোটিং,লিকুইড খাওয়ায় অল্প অল্প পায়খানা হচ্ছিলো।ওষুধ চেন্জ,রেগুলার খাওয়া শুরু করার পরপায়খানা নরম থাকা সত্বেও ডানপাশ চাপ,আটকে আছে অনুভব হচছে।পায়খানা ধরেও রাখতে কষ্ট হচ্ছে
আমার ফিস্টুলা অপারেশন হবার পর পায়খানা হওয়া নিয়ে সমস্যা ছিলো না,, প্রতিদিন পায়খানা হয়ে যেত
কিন্তু ক্ষত স্থানটা শুকিয়ে যাওয়ার পর পায়খানা ক্লিয়ার হচ্ছেনা,,মনে হচ্ছে পায়খান মলদ্বারের কাছে আটকে আছে।।এখন কি করতে পারি।?
টেনশন করবেন না, আল্লাহ ভরসা। কারো ক্ষেত্রে ৪৫-৬০ দিনেই ৯০% ঠিক হয়ে যায়। আবার কারো হয়তো একটু বেশি সময় লাগে। আমার ও অপারেশন হয়েছিল। প্রচুর পানি পান করুন আর মরিচ, গরম মশলা, চিনি একেবারেই খাওয়া যাবে না। দিনে ২/৩ বার কুসুম গরম পানিতে ১৫-২০ অবশ্যই বসতে হবে। তারপর পরিস্কার সুতি কাপড় দিয়ে শুকিয়ে মলম লাগাবেন। আমার কথাগুলো অন্তত ১০ দিন গুরুত্ব সহকারে পালন করুন। ইনশাআল্লাহ অনেক আরাম পাবেন।
সিজ বাথ বা গরম পানির সেক নেওয়ার কোন বিকল্প আছে কি? আমার এনাল ফিশার অপরেশন হয়েছে ২০ দিন এখনো ঘাঁ শুখায়নি অপরেশনের স্থানে একটু একটু বিজলা বিজলা ময়লা জমে। আমি প্রতিদিন ৪/৫ বার প্রভিসেফ দিয়ে পরিস্কার করি এবং ব্যাকট্রসিন অয়েন্টমেন্ট লাগায়। প্রতিদিন ৩ বার কাপড় গরম করে সেক দেয়। সাথে সেফাক্লভ ৫০০ এন্টিবায়াটিক ( ২বার) ও নিডিপিন এস আর (১ বার) চলছে। এন্টিবায়োটিক আর ২ দিন চলবে এখনো ঘাঁ শুখায়নি এখন আমার করনীয় কি জানালে উপকৃত হব। ধন্যবাদ
ঘা শুকনোর জন্য এক থেকে দেড় মাস সময় লাগে
যা করছেন যথেষ্ট।
Spinal injection এর কোনো সাইড ইফেক্ট হয়েছিল কি???
মাথা ব্যাথা এইরকম? আমার বোনের এই প্রবলেম টা হচ্ছে ,, কাল অপারেশন হইছে আজকে সারাদিন তার মাথা ব্যাথা প্রচন্ড
স্পাইনাল হেডেক হতে পারে
আমার তিন মাস হলো analfissar oprtaionকোরা জায়গা পাসে একটু লাল হয়ে আছে
আমি চট্টগ্রাম থেকে বলছি। ফিস্টুলা অফারেশন হয়েছে আমার। ক্ষতস্থানটি বেশ বড়। ডাক্তারে এসিসটেন্ট বলেছে একদিন পর পর ড্রেসিং করতে। আমি বাসায় আমার স্ত্রীকে দিয়ে প্রতিদিন ড্রেসিং করব ভাবছি। ভায়োডিন দিয়ে ক্ষত স্থান ভালভাবে মুছে Povidon lodin ointment যুক্ত গজ কাপড় কতক্ষত পর্যন্ত ক্ষত স্থানে রাখব..? povidon lodin ointment যুক্ত গজ কাপড় প্রতিদন কয় বার বা কতক্ষন রাখব তার পরামর্শ চাচ্ছি…
একবার ড্রেসিং করে টয়লেট হওয়ার আগ পরযন্ত রাখবেন
আপনি দিনে ২/৩ বার ১৫-২০ মিনিট করে হালকা গরম পানিতে বসবেন নিয়ম করে। বিশেষ করে যে কয়বার টয়লেট হয় তার পর পরই বসার চেষ্টা করুন। তাহলে জায়গাটা পরিস্কার হবে, ঘা তাড়াতাড়ি শুকাবে আর আপনি আরাম বোধ করবেন। পানি, শাকসবজি, ফলমূল পানি প্রচুর খাবেন। কোনোভাবেই গরম মশলা , চিনি, ঝাল, ভাজাপোড়া খাওয়া যাবেনা। ধন্যবাদ
আমার প্রায় ১০ মাস আগে ফিস্টুলা ও পাইলস দুইটা একসাথে অপারেশন হয়েছে। কিন্তু এখনও মল আটকে রাখতে পারছি না।
এখন করনীয় কী??
মলদ্বারের ব্যয়াম করলে ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে পারে
vai apnar ki valo hoye gase?? r ata sokaite koto din somoy lage??
Amar 10 din holo fistula operations holo.but
*paykhana dore rakte parchina
#fistular dia phykhana ase
Akon ki kori…….ata ki savavik
Kono selai nai…..medicine cholse.
আপু আপনার সাথে যোগাযোগ করতে চাই
আমার এনাল এবসেস হয়েছে
এবং অপারেশন করাইছি
এবং টিকমত সেক নিতাছি!!
এখন কতদিন লাগতে পারে আমার ঘা শুখাতে?
এবং আমার কাছে মনে হচ্চে এর পাশে আরেকটি ফোড়ার মত অনুভব হয়!!
এখন আমার করণীয় কি??
ফিশার অপারেশন এর পর কি স্যুপ খাওয়া যাবে?
হ্যা
আমার পাইলস এর অপারেশন হয়েছে চার মাস । অপারেশনের আগে স্বাস্থ্য মোটামুটি ভালই ছিল। কিন্তু অপারেশনের পর অনেক শুকিয়ে গেছে। কিভাবে রিকভার করব??
আসসালামু আলাইকুম আমার ক্রোনিক এনাল ফিসার ইন্টারনাল স্পেনিং অপারেশন হইছে। আমাকে ডাক্তার ৭ দিন এন্টিবায়োটিক দিছিলো। গরম পানি সেক সে দেয় নাই। বলছে হ্যান্ড ওয়াশ পায়খানার পর দিতে। পায়খানা রাস্তা সরু হয়ে গেছে। ডাক্তার আমার কথা শুনগে চায় না। পায়খানা,রাস্তা সাদা কি যেনে বের হয়
Ji jabe, always chesta korben paykhana norom rakhte. Beshi kore paani, sobji ar fhol khaben.
আমার থার্ড ড্রিগ্র পাইলস,এনাল ফিসার ও ফিস্টুলা অপারেশন করা হয়েছে ১বছর এখনো মলত্যাগের পর ব্যাথা চলতে থাকে ২-৩ঘন্টা ধরে। মাঝে মাঝে ঐখান থেকে পুঁজ বের হয়। সে ক্ষেত্রে কি করনীয় বলবেন ।
পাইলস এর অপারেশন হয়েছে কি কি খাবার খাবো এবং কি কি খাবো না. please উত্তর টা দিবেন
আমার স্ত্রী পাইলসের অপারেশন হয়েছে (স্টেপেল্ড) ব্যাথাতো আছেই, তবে টয়লেট করতে প্রচুর কষ্ট হয়, টয়লেট করার পর অদা ঘন্টা পর্যন্ত প্রচন্ড ব্যাথা থাকে, সিজ বাথে অথবা গরম কোন সেক দেওয়ার কথা ডাক্তার বলেনি বিধায় ইহা থেকে বিরত, এখন কি করনীয়, দয়া করে যদি কিছু উপদেশ দিতেন, গত ২৪ অক্টোবর অপারেশন হয়েছে।
সাধারণত এতদিন ব্যথা থাকে না।
না দেখে বলা মুসকিল।
সিজ বাথ নিতে পারে, আর ব্যথার ওষুধ খেতে হবে
আমার ১ মাস ২৫ দিন হয়ে যাচ্ছে ফিসার অপারেশন করিয়েছি। কিন্তু এখনো হাল্কা হলুদ ভাব রস বের হয়। সাভাবিক ভাবে সোজা হয়ে বসলে হাল্কা ব্যাথা হয়। ঘা টা এখোনো শুকায় নি। আরো কতদিন আমার লাগতে পারে।
তবে ডা: ফলোআপ করতেছি।
আমার ফিস্টুলা ও পাইলস।লেজারের মাধ্যমে দুটি অপরেশন একসাথে হয় আজ তিন দিন।এখনো সামান্য পোইজ বের হয় এবং মলত্যাগের সময় সামান্য রক্ত যায়।পাইলস এখনো দো যায়।এক্ষেত্রে আমার করোনিয় কি বলতে পারেন?অপরেশন ঠিক ঠাক হলো কি না তা নিয়ে আমি বেশ চিন্তিত।প্লিজ জানাবেন।
আমার এনাল প্লাস্টিক সার্জারি হয়েছে ১ মাস হল।
এখনও ঘা শুকায় নি।
আমি কি তাহলে গরম পানি সেক নিব?
আমার বাবা একজন স্পাইনাল কর্ডের রূগী সে তার বুকের নিচ থেকে কোন কিছু বুজতে পারে না প্রায় ৪ বছর যাবৎ এরকম। কিছু দিন পূর্বে তার এবসেস হয় এবং সার্জারী করে ওপেন করে দেয় এবং ডাক্তারা পরামর্শ করে সেলাইয়ের উপযুক্ত হয় নাই আমাদের হিপ বাথ দিতে বলে প্রত্যেকদিন ৩ বার। আমরা প্রায় ৩৫দিন হিপ বাথ দেই এর মাঝে দুই বার ডাক্তরকে দেখাই সে আর একটু সময় নিতে বলে অবশেষে কিছুদিন আগে বাবার ঐ জায়গায় দিতীয় বারের মত অপারেশন করে সেলাই করা হয় বর্তমানে সেলাইয়ের পায় সব অংশ ভালভাবে শুকিয়ে গেছে কিন্তু সামান্য একটু জায়গা (দুটি সেলাইয়ের মাঝখানে) সেলাই দেয় নাই নাকি ফাকা ছিল প্রথম থেকেই সেই জায়গাটা এখনো টান ধরে নাই করনীয় কি
এটি জটিল ও দীর্ঘ মেয়াদী সমস্যা। না দেখে কিছু বলা অসম্ভব। নিয়মিত ড্রেসিং এ কাজ হতে পারে।
চিন্তার কিছু নেই। এটার নিয়ম এমন ই। আমারো এভাবে করেই করছে। উনাকে সিটজ বার্থ নিয়মিত করতে বলবেন আর ওখানে মলম লাগাতে বলবেন।
আমি গত ০৮/০৯/২০২৪ ইং তারিখে এনাল ফিসার অপারেশন করিয়েছি। কিন্তু অদ্যাবধি আমার পায়খানা করতে গেলে হালকা জ্বালা-পোড়া করে। গত ২৬/০৯/২০২৪ ইং তারিখে পায়খানা করার সময় হলকা প্রেশার দিলে অল্প পরিমাণ কাচা রক্ত বের হয়।আমার পায়খানার রাস্তা দিয়ে এখনো ভারী রস বের হয় এবং মনে হয় যে ভেতরে এখনো কাচা রয়েছে।সার্জন বলেছেন আর কোন ঔষধ লাগবে না।কিন্তু আমি এখনো তেমন সুস্থতা অনুভব করি না।এ অবস্থায় আমার করণীয় কি??
এগুলো স্বাভাবিক।
কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে
আমার ফিস্টুলা অপারেশন (ফিস্টুলেকটোমি) হয়েছে ৪০ দিন। সব ঠিকঠাক চলছিল। ৫/৭ দিন ধরে জায়গাটিতে একটু ব্যথা, যা ধীরে ধীরে বাড়ছে। মনে হচ্ছে একটু পুঁজ আসে। ডাক্তারের সাথে কথা বললাম। তিনি সেফরাড ৫০০ মিগ্রা ১+১+১ দিয়েছেন সাতদিন। এটা কী সমস্যা না সাধারণ বিষয়? বা ফিস্টুলা কি আবার ফিরে আসছে? বা অপারেশন কি সফল হয়নি? উত্তর দিলে খুশি হবো। ধন্যবাদ।
পুনরায় হয়ে থাকতে পারে। না দেখে নিশ্চিত করে বলা যাবে না
আমার এনাল ফিশারের অপারেশন হয়েছে আজকে ১২ দিন। এখনো টয়লেট করতে অনেক বেশি কষ্ট হয়।ব্যথার টেবলেট naprosyn plus 500 mg দিনে ২ টা করে খাচ্ছি সাথে এন্টিবায়োটিক খাচ্ছি cefotil তারপরো ব্যথার তেমন কোনো কমতি নাই।গরম পানিতে পভিসেপ মিশিয়ে ডেইলি ২ বার সেক নিচ্ছি এবং ২ বার ড্রেসিং করাচ্ছি।ক্ষত শুকাতে আমার কতদিন টাইম লাগতে পারে বা আর কি করলে দ্রুত ক্ষত শুকাতে পারে?আমি এটা নিয়ে খুব টেনশনে আছি।আমার পড়াশুনায় ব্যাঘাত ঘটছে এটার জন্য।প্লিজ আমাকে কিছু পরামর্শ দিয়ে হেল্প করুন।
আমার ফিস্টুলা আপারেশন হয়েছে আড়াই মাস। ঘা শুকিয়ে গেছে তবে এখনো মলদ্বার দিয়ে পুজ বের হয়। কি করনীয় জানাবেন প্লীজ
কাল রাতে anal fissure operation হইছে।
আজ সকাল থেকে মাথা ব্যাথা প্রচন্ড, এটা কেমন সাইড ইফেক্ট জানতে চাচ্ছিলাম।? Spinal injection এর প্রভাব কি এটা?
আমার আম্মুর ৪ মাস আগে এনাল ফেস্টুলা অপারেশন হয়। এখনো শুকায়নি ভালো মত। মাঝে মাঝে রক্ত পড়ে। প্লিজ জানান কি করা উচিত। আর এতে কোনো ঝুকি আছে কিনা প্লিজ।
না দেখে এ ব্যাপারে কোন কিছু বলা যায় না
আমার ফিস্টুলা অপারেশন হয়েছে। বাহিরের ক্ষত একদম শুকিয়ে গেছে কিন্তু ভেতরে শুকায়নি ডাক্তার বললো। প্রেসার দিলে পায়ুপথ থেকে একটু মাংস বের হয়ে আসে। ডাক্তার প্রোটশকপি দিয়ে দেখে বললো নরমাল আছে। হিলিং ওন্ড। তিন (৩) মাস হলো। শুকাতে আরও কত সময় লাগতে পারে স্যার যদি বলতেন?
সাধারণত ১.৫-২ মাসের মধ্যেই শুকিয়ে যায়। তবে কখনো কখনো ৩-৬ মাস সময় লাগতে পারে
আমি এনাল ফিসারের লেজার অপারেশন করাতে চাচ্ছি। এতে কোন ঝুকি আছে কিনা দয়া করে বলবেন।
বাড়তি কোন ঝুকি নাই
আমার তিন মাস হলো analfissar oprtaionকোরা জায়গা পাসে একটু লাল হয়ে আছে
আমার এ্যানাল ফিশার অপারেশন হয়েছে 5 দিন হল। কিন্তু এখনো পায়খানা করার পরে অনেক জ্বালাতন করে। আমি নিয়মিত লবন গরম পানিতে দিয়ে হিপবাথ নিচ্ছি।
আজ ৬ষ্ঠ দিন থেকে আমার অফিস চালু হয়েছে। চেয়ারে বসে অফিস করতে হয়। এক্ষেত্রে চেয়ারে বসে অফিস করলে কি কোন সমস্যা হতে পারে? আর অফিস টাইমে হিপবাথ নিতে পারিনা। সকালে আর রাতে যখন বাসায় থাকি তখন হিপবাথ নেই। এক্ষেত্রে কি কোন সমস্যা হতে পারে ? দয়া করে জানাবেন।
আমি ফিস্টুলা অপারেশন হয়েছি ০৮/০২/২০২২তারিখে, এখনও পায়খানায় গেলে হালকা চিরবির করে জ্বালা করে ,দিনে তিন বার গরম পানির সেক নিয় ,আমি কি এখন বাইক চালাতে পারবো এবং স্বাভাবিক জীবন যাপন করতে পারবো
আমি ০৮/০২/২০২২তারিখে ফিস্টুলা অপারেশন হয়েছি,মলদ্বার কেটেছে,কিন্তু মলদ্বারে এখনও মাংস জমেনি, পায়খানার পরে হালকা চিরবির করে জ্বালা করে, গরম জলে বসলে হালকা করে মল আসে,আমি violin 10%দিয়ে ৩০ মিনিট করে গরম জলে বসি, অপারেশনের পর থেকে আমি মিল্ক অফ ম্যাগনেশিয়া প্লাস খাই রোজ রাতে ২০ ml করে, আমি কি এখন মটরসাইকেল চালাতে পারবো এবং আগের মত সব কাজ করম করতে পারবো
সম্পূর্ণ শুকাতে অনেক সময় ৩/৪ মাস সময় লাগতে পারে।
এই সময়পরযন্ত অপেক্ষা করতে হবে
আমার এখন কি করবো তাহলে
আমি রমজান মাসের এক সপ্তাহ আগে ক্রনিক এনাল ফিশারের অপারেশন করাই,, অনেক সিজবাথ (গরম পানিতে বসা) করেছি,, এখন ওপরের মাংস কাটা অংশ শুকিয়েছে কিন্তু ভেতরের অংশ শুকাচ্ছে না,, এখন ওই অংশ দিয়ে পানি যায়,,খুব ভয় পাচ্ছি যদি ইনফেকশন এর কোনো কিছু হয়ে থাকে,, এখন কি করা উচিত,, জানাবেন প্লীজ,,, ঔষুধ সেবনের পর কিছুটা ভালো লাগে পানি কম যায়,, ঔষুধ সেবন বন্ধ করলে তখন পানি বেশি যায়,,তবে ঔষুধ তো হাজার খেয়েছি আর কতো খাবো,,, টাকার ও ব্যাপার আছে,, এখন পর্যন্ত অনেক টাকার ঔষুধ খেয়েছি,, আমার এই সমস্যায় কতো টাকা যে গেছে, আমি নিজেও বলতে পারবো না
অপারেশন পরবর্তী জটিলতা না দেখে কোন সাজেশন দেয়া সম্ভব না
স্যার
আমার এনাল ফিসার অপারেশন হয়েছে আজ থেকে ৩মাস ১০ দিন আগে। কিন্তু এখন ও অল্প পরিমানে রক্ত চলে আসে।মল নরম থাকলেও রক্ত আসে।সাথে বেথা আছে।অল্প অল্প আম ও আসে। জেনারেল সাজন দিয়ে অপারেশন করিয়েছি। এখন আমার করণীয় কী স্যার।
বিশেষজ্ঞ দেখিয়ে পরামর্শ নিন
স্যার,আমি ২৮ দিন আগে ফেস্টুলা অপারেশন করাইছিলাম কিন্তু এখনো ক্ষত শুকায় নাই,ডাক্তার ৭ দিনের এন্টিবায়েটিক দিয়েছিলো,এখনো হালকা হালকা পানি বাহির হয়,আমার ক্ষতটা শুকাইতে আর কতদিন লাগতে পারে দয়াকরে জানাবেন।
ক্ষত শুকাতে অনেক সময় ৬-৮ সপ্তাহ লাগতে পার।
স্যার,আমার ফেস্টুলা অপারেশন করানোর আজকে ২ মাস হয়ে গেছে কিন্তু এখনো ক্ষতস্থান শুকায় নাই।আর কতদিন লাগতে পারে,দয়াকরে জানাবেন।
স্যার আমি পাইলস অপারেশন করেছি ২৩/৭/২০২২ তারিখে, আজ প্রায় একমাস, পায়খানার সময় ব্যাথা অনুভব করি, পায়খানার পর সেই ব্যাথা ২/৩/৪ ঘন্টা থাকে, কখনো কখনো পুরোদিন ব্যাথা থাকে। পেইন ক্লিয়ার খাচ্ছি কন্টিনিউ। ডাক্তারের কাছে গেছিলাম বল্লো গা শুকাতে সময় লাগতেছে কোন প্রব্লেম না। কিন্তু আমার মন টা বুঝতেছে না। ঔষধ খাচ্ছি, গরম পানির সেক দিচ্ছি ২/৩ বার। মাঝে মধ্যে ব্যাথায় জায়গা টা হালকা ফুলে যায়। দয়া করে বলবেন কি, কোন ইনফেকশন নাকি এগুলো স্থান গা এ জন্য। দয়া করে রিপ্লাই দিবেন। ধন্যবাদ
আমার লেসার এর মাধ্যমে 3 ডিগ্রি পাইলস অপারেশন হোয়েছে 10 দিন হলো এখনও জ্বালা ও যন্ত্রণা করে আর যেটা আগে বেরতঃ সেটা পুনরায় বেরিয়ে আসে। শুকোতে ও কমতে কতদিন লাগবে?
আমার মলদ্বারের ভিতরে ফোরা হয়েছিল। আর তার সাথে ফিস্টুলা হয়েছিল ।এখন অপারেশন হয়েছিল। কিন্তু আজকে এক মাস হয়ে গেল কিন্তু ক্ষতস্হানে এখনও ভিজলা ভিজলা পুজের মত জমে আর কত দিন এমন হবে জানালে উপকৃত হব।
শুকাতে ৬-৮ সপ্তাহ লাগতে পারে
আমার লেসার এর মাধ্যমে 3 ডিগ্রি পাইলস অপারেশন হোয়েছে 11 দিন হলো এখনও জ্বালা ও যন্ত্রণা করে আর যেটা আগে বেরতঃ সেটা পুনরায় বেরিয়ে আসে। শুকোতে ও কমতে কতদিন লাগবে? সঙ্গে পোলিও ছিলো। সেটাও অপারেশন হোয়েছে।11 দিন পরেও জালা যন্ত্রণা হওয়ে যাচ্ছে। আর কতদিন জ্বালা যন্ত্রণা হবে।
৪-৬ সপ্তাহ লাগে
আমি এনাল ফিসার অপারেসন করছি ১ নভেম্বর /২৩ এখন পরজন্ত বাথারুমে বেথা করে আর হাল্কা রক্ত যায়, এই বেথা অনেকখন থাকে, এর সমাধান কি??
অপারেশন এর পর কিছুদিন ব্যাথা থাকতে পারে
স্যার আমার এনাল ফিসার আপারেশন হয়েছে ২০ দিন হইছে। এখন ও বাথরুম করার পর জালা পোড়া আার হালকা ব্যাথা হয়। এখন বয়ে আছি আবার কোন বড় সমস্যা হয় নাকি।
স্যার আমার পাঁচ দিন হয়েছে এনাল ফিসার ও ২ ডিগ্রী পাইলসের অপারেশন। আমার lis অপারেশন হয়েছিল।এখন পায়খানা করতে গেলে প্রচন্ড ব্যথা জ্বালা কাঁচ ভাঙ্গা ব্যাথার মত পায়খানার পরে 10-15 মিনিট থাকে। আজকে সব ষষ্ঠ দিনে হঠাৎ ভিতর থেকে সাদা সাদা ফুজ বাহির হইতেছে । কি হইতেছে বুঝতেছিনা স্যার যদি একটু বলতেন সমস্যাটা কি।
অপারেশন এর পর ব্যথা, কষ-পানি পড়া স্বাভাবিক। ব্যথার ওষুধ খান আর কয়েকদিনের মধ্যে না কমলে আপনার চিকিৎসকে দেখিয়ে পরামর্শ নিন
আমার গত ২৩.০২.২৪ তারিখ পাইলস অপারেশন হয়েছে।আমার রেকটাল চাপ হচেছ ।অপারেশন র আগে ১-২ বার পায়খানা হতো আর এখন কিছু খেলেই পায়খানা পায়।সারাদিন ৬-৭ বার বাথরুমে যেতে হয়।
এটা কি নরমাল?
আমার এনাল ফিশারের অপরেশন হইছে আজকে ছয় দিন।। cef 3 ds. Daflon. Flamyed. Easy life. Magfin এই ঔষধ গুলো খাচ্ছি। প্রচন্ড পানি খাই তাও পায়খানা নরম হচ্ছে না।। পায়খানা খুব শক্ত। এখন আমার করনিয় কি
আমার মলদ্বারের ভিতরে ফোরা হয়েছিল। আর তার সাথে ফিস্টুলা হয়েছিল ।এখন অপারেশন হয়েছিল। কিন্তু আজকে এক মাস হয়ে গেল কিন্তু ক্ষতস্হানে এখনও ভিজলা ভিজলা পুজের মত জমে আর কত দিন এমন হবে জানালে উপকৃত হব।
আসসালামু আলাইকুম স্যার স্যার আমার ২৪ দিন আগে করোনি কেনাল ফিশারের লিস্ অপারেশন হয়েছিল। এই ২৪ দিন এখন পর্যন্ত স্যার পুজ যাচ্ছে সাদা সাদা ঘন প্রায় সারা দিনে একটু একটু করে ।২১ দিন ৪২ টা অ্যান্টিবায়োটি ক উইন ব্যাগ।খেয়েছিলাম তারপর আরো দশ দিন ত্রিশটা টাই ক্লাব অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য ডেইলি তিনটা করে। স্যার এখন কি শুধু এন্টিবায়োটিক খেয়ে যাব। টোটাল পুজ বন্ধ হচ্ছে না। আরেকটা জিনিস স্যার পুজ পরিষ্কার করবো কিভাবে জানালে উপকৃত হতাম স্যার।
আমার ২০/১১/২০২২ ফ্রিস্টুলার অপারেশন হয়ছে
মেডিকেল এক রাত ছিলাম তারপর দিন বাসায় চলে আসি
আজ ১৩দিন হয়ছে রেগুলার গরম পানিতে বসি দিনে ৪থেকে ৫বার
কিন্তু এখন ও আমার কাটা জায়গা থেকে কস বের হয়
এটা করণীয় কি বলবেন পিস্ল
আমার ২ মাস আগে ৩rd ডিগ্রি পাইলস অপারেশন হয়। সব ঠিকই আছে। কিন্তু যখন পায়খানা একটু speed এ হয় অথবা কষা কিংবা পাতলা হয় তখন পায়খানার রাস্তার পাশে একটু ফড়ার মতো ফুলে যায় আর বাথ্যা অনুভব হয়। এখন বেশ কয়েক দিন যাবত এ সমস্যায় আছি। এটা কি Fistula? আগে আমার কোন fistula ছিলনা। এখন আমার কি করনীয়??
আমার গত সাত আট দিন হইলো এনাল ফিসার ও ফেস্টুলা লেজারের মাধ্যমে অপারেশন করা হয়েছে কিন্তু দুই এক দিন পর দেখি মলদ্বারের ভিতরের থেকে একটি পকেট হয়েছে যার মাধ্যমে ওইখান থেকে মল বের হয়েছে ডাক্তার বলছে ড্রেসিং করতে করতে ঠিক হবে আসলে আমি বুঝতে পারছি না এটা নিয়ে এখন কি করনীয় আছে। দয়া করে জানান আমাকে একটু।
আমার বয়স ২৫ বছর, আমার ফিসটুলা অপারেশ্ন করা হয়েছে আজ ১৪ দিন, কিন এখনো পুজ পানি আসে, সেই ফিস্টুলা জায়গা থেকে,
আমি নিয়মিত গরম পানির চেক নিচ্ছি দিনে ২ বার,, কিন্তু পুজ আসে কমচে না
আমার একন করনিও কি???প্লিজ জানবেন
এটা আসা স্বাভাবিক
আমার ফিসটুলার অপারেশন প্রায় নয় মাস আগে হয়েছে কিন্তু কাটার জায়গার নিচে চামড়া শক্ত হয়ে আছে বসলে একটু একটু ব্যাথা অনুভূতি হয় এটা কি কোনো সমস্যা না এটা এমনিতেই ধন্যবাদ
এটা না দেখে বলা মুস্কিল
তবে কাটা জায়গা স্বাভাবিক জায়গার তুলনায় শক্ত থাকতে পারে
আমি ফিস্টুলা অপারেশন করাতে চাচ্ছি। কিন্তু আমার কোমর ও পীঠে ব্যাথা আছে। সম্ভবত নার্ভের সমস্যা।
আমার প্রশ্ন হলো যে, ফিস্টুলা অপারেশনে কোমরের নিচে অজ্ঞান করার জন্য যে ইঞ্জেকশন দেওয়া হবে সেটাতে কী কোনো ক্ষতি হবে?
খুব একটা সস্যা হওয়ার কথা না।
তার পরও বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পরেই বলা যাবে
আমার ১০ দিন হলো পেষ্টুলা অপারেশন হয়েছে। ক্ষত স্থানে পুজ ও পানি নিয়মিত যাচ্ছে। এখন গরম পানির ছেক এর পর ভায়োডিন ১০% ক্ষত স্থানে লাগানো যায় নাকি? পরামর্শ চাই
অপারেশন এর পর এটা স্বাভাবিক।
কয়েক সপ্তাহে ঠিক হয়ে যাবে
আপনার পরামর্শে ধৈর্য ধারন করি। এখন ইনশাল্লাহ ভালো আছি, ধন্যবাদ।
আচ্ছা ফিস্টুলা অপারেশন এর পর কি কারো বায়োপসি করায়? আমি গত ১২ তারিখ অপারেশন করিয়েছি। অপারেশন এর পর বায়োপসি করার জন্য মাংস নিয়েছে ১০ দিন পর রিপোর্ট। আমার এই নিয়ে একটু টেনশন হচ্ছে।
আমি গত ৩ দিন আগে ফিস্টুলা অপারেশন করিয়েছি। তীব্র ব্যথা আর কষ্ট। আর ফিস্টুলা অপারেশন এর পর কি বায়োপ্সি সবার করায়? অপারেশন এর পরবর্তী আমার বায়োপসি এর জন্য বলেছে এখন রিপোর্ট আসতে ১০ দিন লাগবে আমার খুব টেনশন হচ্ছে এই নিয়ে?
বায়োপ্সি করানোটা একটি রুটিন কাজ। এতে নিশ্চিত হওয়া যায় যে খারাপ কিছু নেই।
বেশি ব্যথার জন্য চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী ব্যথার ওষুধ খান
Amar 9din holo fistula in ano operations holo.
.beta nai
.3bar pavisep pani te bosi
But oi jayga dia paykhana asher karon ki sir??
স্যার! আজ ১১ দিন চলছে তবুও আমার ব্যথা কমেনি। টয়লেট করার পর এত ব্যথা আর আজকে রক্ত গেছে।
স্যার এই ব্যপারে যদি কিছু বলতেন।
ফিস্টুলা অপারেশন পরবর্তী সেইম একই জায়গায় রিকারেন্ট হতে কেমন সময় লাগতে পারে? আর কিভাবে বোঝা যায় ওই জায়গাতে আবার ফিস্টুলা হচ্ছে? আমার প্রায় ১ মাস ৭ দিন হচ্ছে ঘা প্রায় ৮০% শুকাই গেছে কিন্তু এখনো পুজের মত ভিতর থেকে আসছে! আর যে জায়গাটা আগে ফোড়ার মত হত ঐ যায়গায় একটু কালোর মত হয়েছে কিন্তু কোন ব্যথা ওই জায়গায় নাই। আমার রিকারেন্ট হচ্ছে নাকি বুঝতেছি না একটি টেনশনে আছি।
কম বেশি ৩ মাস পার না হলে রিকারেন্স বলা যাবে না
স্যার আমার এনাল ফিশার অপারেশন করেছি আজ ২০ দিন কিন্ত ৩-৪ দিন যবৎ বথরুম নরম হলেও রক্ত আসতেছে আর ব্যাথা করে, এখন আমার কি করনীয়, সিজ বাথ নিই, আর ঔষধ ১০ দিন খাইছি, এখন আর খাইনা
আমার এনাল ফিশারের অপারেশন হয়েছে।পানিতে সেক নিতে বলেছে ।পানি কতটুকু গরম হলে সেক এর জন্য ভালো হবে?
হাল্কা গরম বা কুসুম গরম
স্যার আসসালামু আলাইকুম দয়া করে আমার রিপ্লাই টি দিবেন আমি ১৭ দিন হলো ফিস্টুলেকটমি অপারেশন করিয়েছি কিন্তু এখনো হালকা হলুদাভ পুঁজের মতো আঠালো পায়ুপথে এসে জমে এটা কি স্বাভাবিক? স্বাভাবিক হলে কতদিন এমন হতে পারে?
দয়া করে আমাকে একটু বিস্তারিত জানান স্যার। ৩ বেলা পভিসেভ দিয়ে গরম জলে বসি।
এটা স্বাভাবিক
ঘা শুকানো অবধি বের হবে। আস্তে আস্তে কমে যাবে
Operation holo 3 din akon o kino toilet boy ni . ETA ki kono problem naki aste Aste honey Jane ?
২/ ৩ দিন অনেক সময় নাও হতে পারে।
তবে বেশিদিন হলে সমস্যা
ব্যাথার ওষুধ খেতে হবে এবং হাল্কা কুসুম গরম পানিতে বসতে হবে
আমি গত ১৪ দিন আগে ফিস্টুলা অপারেশন করিয়েছি।
ফিস্টুলা tract length ছিলো 4 cm. বায়ু পাস করার সময় লক্ষ করছি অপারেশনের রাস্তা দিয়ে বায়ু বের হচ্ছে। আমি ব্যপারটা
নিয়ে একটু চিন্তিত। ফিস্টুলার inner point ছিলো রেকটামে।
স্যার আজ ৩ দিন হলো ফিস্টুলা অপারেশন করিয়েছি।আজকে ব্যান্ডেজ খুলে হাসপাতাল থেকে বাসায় আসার কিছুক্ষন পর রক্ত বের হয়েছে অনেক।পরে আবার হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করিয়ে আসছি।এখন স্যার অপারেশনের জায়গা দিয়ে রক্ত পড়া কতোদিনে বন্ধ হয় ?
আর পায়খানা করলে কি অপারেশনের জায়গা দিয়ে বেশি রক্ত যাওয়ার সম্ভাবনা আছে ?
কয়েক দিন এর মধ্যেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ
স্যার আসসালামু আলাইকুম দয়া করে আমার রিপ্লাই টি দিবেন আমি ১৭ দিন হলো ফিস্টুলেকটমি অপারেশন করিয়েছি কিন্তু এখনো হালকা হলুদাভ পুঁজের মতো আঠালো পায়ুপথে এসে জমে এটা কি স্বাভাবিক? স্বাভাবিক হলে কতদিন এমন হতে পারে?
দয়া করে আমাকে একটু বিস্তারিত জানান স্যার। ৩ বেলা পভিসেভ দিয়ে গরম জলে বসি।
Anal fissure operation koresi 2 months age but moltager somoy akhno bleeding hoi. Eta ki savabik? Please kew janle janaben.
ভবন দেওয়ার অপারেশন অপন কোন মলমটা লাগালে ভালো হয় আমার অপারেশন দুমাস হয়েছে কিন্তু এখনো হলুদ কালারের মত উঁচ পড়ছে সময় সময় রক্ত পড়ছে। তো কি করব
স্যার, পাইলস ও এনাল ফিসার অপারেশনের পর কতদিন হিপবাথ নিতে হবে?
সাধারণত ১ থেকে দেড় মাস
স্যার আমি 15 দিন আগে ফিস্টুলা অপারেশন করেছি। গরম জলে সেক নিচ্ছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি কিন্তু এখনও মল দার দিয়ে চিপ চিপ লিকুইড কখনো সাদা পুজ আসছে এটা কেনো হচ্ছে ? কতদিন আসতে পারে? ভয় এর কিছু আছে ? যদি পরামর্শ দেন খুব উপকৃত হব।
এটাই স্বাভাবিক
ভয়ের কিছু নেই
স্যার, আমার ১ মাস ১৭ দিন আগে এনাল ফিসার ও পাইলস অপারেশন হয়েছে। বাহিরের ঘা ৮০% শুকিয়েছে। ভিতর থেকে এখনো ঘন পানির মতো কি যেন আসে। আমার কি এখনো হিপ বাথ নিতে হবে? এবং এনুস্ট্যাট অয়েনমেন্ট এখনো লাগাতে হবে?
আর কত দিন হিপ বাথ ও এনুস্ট্যাট অয়েনমেন্ট লাগাতে হবে? পায়ুপথ থেকে ঘন পানির মত তরল কতদিন পড়তে পারে? জানালে উপকৃত হবো স্যার।
আসসালামু আলাইকুম, স্যার, আমার ১ মাস ২২ দিন আগে এনাল ফিসার ও পাইলস ২ ডিগ্রি অপারেশন হয়েছে। বাহিরের ঘা ৯০% শুকিয়েছে। ভিতর থেকে এখনো ঘন পানির মতো কি যেন আসে। টয়লেটে গেলে মাঝে মাঝে রক্তও পড়ে। আমার কি এখনো হিপ বাথ নিতে হবে? এবং এনুস্ট্যাট অয়েনমেন্ট এখনো লাগাতে হবে?
আর কত দিন হিপ বাথ ও এনুস্ট্যাট অয়েনমেন্ট লাগাতে হবে? পায়ুপথ থেকে ঘন পানির মত তরল কতদিন পড়তে পারে? রক্ত আর কতদিন পড়তে পারে? এটা কি কোনো সমস্যা? জানালে উপকৃত হবো স্যার।
অনেক সময় তিন থেকে ছয় নাস লাগতে পারে
ভাই আপনার এই সমস্যাটা কি এখন ঠিক হয়েছে আমার সেম প্রবলেম আমি আজ দুমাস ১৫ দিন হলো অপারেশন করিয়াছি
স্যার,আমার ফিস্টোলা ৪° ছিলো।অপারেশন করছি ৪ দিন হলো,খাওয়া দাওয়াও ঠিকঠাকমতো করতাছি কিন্তুু এখন পর্যন্তুু আমার মলত্যাগ করতে পারি নাই?।পায়খানার চাপ আসে,পায়খানা হয় না।খুব কষ্ট পাচ্ছি। আমায় কিছু পরামর্শ দিন দয়া করে।
স্যার আমি গত ৩০/০৩/২০২৪ তারিখে এনাল ফিসারের অপারেশন করাইছি। কিন্তু ৩/৪ দিন পর কিছু পুজ বের হচ্ছে। এটা কি কোনো সমস্যা। স্যার একটু জদি বলতেন।
এটা স্বাভাবিক
আমি আজ তিন মাস হল পাইলসের অপারেশন করেছি কিন্তু পায়খানা করা শেষ ে অল্প সামান্য পরিমাণে রক্ত দেখা যায় আসলে এখন আমার করনীয় কি
আমি ২৫/০৪/২৪ এ ফিস্টুলা অপারেশন করিয়েছে বাট ১০ দিন অতিবাহিত হওয়ার পরও আমার পুঁজের মতো বিজলা বিজলা আসে এটা কি স্বাভাবিক দয়া করে জানান
স্যার আসসালামু আলাইকুম দয়া করে আমার রিপ্লাই টি দিবেন আমি ১৭ দিন হলো ফিস্টুলেকটমি অপারেশন করিয়েছি কিন্তু এখনো হালকা হলুদাভ পুঁজের মতো আঠালো পায়ুপথে এসে জমে এটা কি স্বাভাবিক? স্বাভাবিক হলে কতদিন এমন হতে পারে?
দয়া করে আমাকে একটু বিস্তারিত জানান স্যার। ৩ বেলা পভিসেভ দিয়ে গরম জলে বসি।
এটা স্বাভাবিক
ঘা শুকানো অবধি বের হবে। আস্তে আস্তে কমে যাবে
আমি ২৫/০৪/২৪ এ ফিস্টুলা অপারেশন করিয়েছে বাট ১০ দিন অতিবাহিত হওয়ার পরও সবসময় আমার পুঁজের মতো বিজলা বিজলা আসে এটা কি স্বাভাবিক দয়া করে জানান
Leave a Reply
জি এটা স্বাভাবিক
আমি গতো ৪/৩/২৪ এ এনাল ফিসার এবং ৪ডিগ্রি পাইলস এর লেজার অপারেশন করিয়েছি কিন্তু এখন দেখা যায় মাঝে মাঝে এই নিয়ে শুকানোর পর ২ বার রক্ত গিয়েছে।
যখন রক্ত গিয়েছে কোন ব্যাথা বা জালাপোড়া নাই।
এইটা কী স্বাভাবিক?
আমি গত ০৮/০৯/২০২৪ ইং তারিখে এনাল ফিসার অপারেশন করিয়েছি। কিন্তু অদ্যাবধি আমার পায়খানা করতে গেলে হাল্কা জ্বালা-পোড়া করে এবং সাদা-হলুদ কালারের মত ভারী ময়লা আসে।গত ২৬/০৯/২০২৪ ইং তারিখে পায়খানা করার সময় অল্প প্রেশার দেওয়াতে কাচা রক্ত এসেছিল। এটা কি স্বাভাবিক? আমার ঔষধ শেষ এবং সার্জন বলেছে যে আর তাকে দেখানো লাগবে না।এই অবস্থায় আমার করনীয় কি??
আমি গতো ৪/৩/২৪ এ এনাল ফিসার এবং ৪ডিগ্রি পাইলস এর লেজার অপারেশন করিয়েছি কিন্তু এখন দেখা যায় মাঝে মাঝে এই নিয়ে শুকানোর পর ২ বার রক্ত গিয়েছে।
যখন রক্ত গিয়েছে কোন ব্যাথা বা জালাপোড়া নাই।
এইটা কী স্বাভাবিক?
মাঝে মধ্যে হতে পারে এমন।
রেগুলার চেক আপ এ থাকবেন
আমার জটিল পিস্টুলা অপারেশন করিয়েছি আজকে পাঁচ দিন। পঞ্চম দিন আমার পায়খানা একটু শক্ত বলে মনে হচ্ছে তাই আমি একদিনে চার চামচ এ্যাবলাক সিরাপ খেয়েছি, এখন আমার খুব মারাত্মকভাবে পাতলা পায়খানা হচ্ছে আমার করণীয় কি?
ওর সেলাইন খান ও এভলাক সিরাপ বন্ধ করুন
আমি দেখতে পাই যেদিন বেশি পরিমাণ এর টয়লেট বের হয় সেদিনই রক্ত আসে ফোটা ফোটা বা অনেক বেশি পরে মেডিসিন খাওয়ার পর কিছুদিন ছিলো না এখন দেখা যায় মেডিসিন চলা কালিন সময়ে ও ব্লিডিং হয় আর দেখা যায় যে লেজার অপারেশন এর পর ৪ ডিগ্রি হেমোরাইড এর যে চামড়া টা আছে ভেতরে ওইটা থেকে আসে।
এখন এর জন্য কী করতে হবে?
আমি নেক্সট মাসে বাহিরে চলে যাবো তাই টেনশন হচ্ছে এমন টা কেনো হচ্ছে।
আমার পেরিয়েনাল আবসেস অপরেশন হয়েছিল 4 মাস আগে এখন 10 দিন আগে একটু করে পুঁজ বেরোচ্ছিল এখন আর পুঁজ বের হয়না এখন বুঝে গেছে একটু খানি লাল হয়ে আছে ওটা ফিস্টুলা হবেনা তো
আমি এ্যনাল ফিশারের অপারেশন করিয়েছি ১০ দিন আমার মনে হয় পায়ুপথ আবার চেপে আসছে ডাক্তার আমাকে পায়ুপথের ব্যায়াম দিয়েছে একটা তা করছি আচ্ছা পায়ুপথ চেপে যাওয়ার কি সম্ভবনা আছে তাও আবার এতো তারাতারি নাকি আমার মনের ভুল প্লিজ কেউ জানান অনেক টেনশনে আছি।
এব্যাপারে না দেখে ও সব না শুনে কিছু বলা যাবে না
আমার 20/10/2024 তারিখ পাইলস লেজারের মাধ্যমে অপারেশন হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত শুকায় নাই। পুজ বের হয় একটু একটু। প্রতিদিন কুসুম কুসুম গরম পানিতে আমি লবণ মিশিয়ে বসি। শুকাতে আর কতদিন লাগতে পারে।
মাস খানেক লাগতে পারে ঠিক হতে
আসসালামু আলাইকুম স্যার, স্যার আজকে আমার অপারেশন এর ১৩ তম দিন। একজন সিনিয়র সারজন আমার এনাল ফিশারের লেজার অপারেশন করেন। অপারেশন এর ৯ম দিনে আমার এনাল এরিয়াতে ১.৫ থেকে ২ লিটারের ব্লাড যায় যেটা ক্লিনিকে গিয়ে ইঞ্জেকশন দেয়ার মাধ্যমে বন্ধ হয়। কিন্তু কেন এত রক্তক্ষরণ হয়েছিল তার কারণ আমি এখনো জানিনা। কারণ সাধারণ কনস্টিপেশন কিংবা মাংসের কারণে এত রক্তক্ষরণ হওয়ার কথা নয়। লেজার অপারেশন হওয়ার কারনে যে সামান্য স্টিচিং (ঝালাই) টা দেয়া হয় সেটা হাল্কা খুলে গেছে। এমতাবস্থায় আমার করণীয় কি?
আপাতত কিছু ই করতে হবে না
আপনার সার্জন এর পরামর্শ অনুযায়ী চলুন
আমি গত তিনদিন আগে থার্ড ডিগ্রী এনাল ফিশার ও পাইলসের অপারেশন (লঙ্গো ও লেজার) করেছি। কিন্তু এখন পর্যন্ত আমার পায়খানা হয়নি। একবার হিপ বাথ নিতে গিয়ে ব্রাস্টের মতো ৪ ইঞ্চি সাইজের জেলি/তুলার মতো কী একটা বের হয়েছে। আরেকদিন ৩ ইঞ্চির মতো দলা একটুকরো মল। এটুকুই। আনার সবসময় মলদ্বারের কাছে মনে হয় পায়খানা এসে থাকে। মনে হয় এখনই টয়লেট হবে। কিন্তু হচ্ছে না।
এভোলাক সিরাপ, এন্ডাসিড সিরাপ আবার মেট্রোও দিয়েছে খেতে অন্যান্য ওষুধের সাথে।
আমি বেশ দুশ্চিন্তায় আছি। কী করণীয় যদি জানাতেন। আর কতদিন পর আমি কাজে ফিরতে পারি যদি পরামর্শ দিতেন। ব্যথা আছে মোটামুটি ।
স্যার আমি পাইলস লেজারের মাধ্যমে অপারেশন হয়েছে ১ মাস। ক্ষত এখনো শুকায় নি। কোন ধরনের ব্যাথা নাই এবং রক্ত ও যায় না। কিন্তু সাদা পুজের কি যেন মলধারে এসে জমে থাকে এবং যেখানে এসে জমে সেখানে সাদা হয়ে গেছে। বাকীটা লাল আছে এবং চুলকায়। এটা কি স্বাভাবিক।