শরীরের অন্যান্য জায়গায় সার্জারীর সাথে মলদ্বারের সার্জারীর কিছু মৌলিক পার্থক্য রয়েছে।
০১) মলদ্বারের সার্জারীর পর সাধারণত সেলাই হয়না।
০২) প্রতিদিন অপারেশনের স্থান মলের সংস্পর্শে আসে।
০৩) প্রচুর পরিমানে পানি ও রস নিঃসরণ হয়।
০৪) ক্ষত স্থান শুকাতে দীর্ঘ সময় লাগে।
তাই মলদ্বারের সার্জারীর পর বিশেষ যত্ন নিতে হয়।
#) যে সব সার্জারীর পর এই যত্ন প্রয়োজনঃ
০১) পাইলস সার্জারী।
০২) ফিশার সার্জারী।
০৩) ফিস্টুলা সার্জারী, সাধারণত জটিল ফিস্টুলা।
০৪) পুঁজ হয়ে যাওয়া বা এবসেস সার্জারী।
০৫) মলদ্বার চিকন হয়ে যাওয়ার অপারেশন (এনাল স্টেনোসিস)।
#) করনীয়ঃ
০১) পরিস্কার রাখাই মূলমন্ত্র।
০২) অনেক দিন ধরে এন্টিবায়োটিক খাওয়ার কোন যৌক্তিকতা নাই।
০৩) প্রয়োজনে ড্রেসিং করা।
০৪) নরম কাপড় বা গজ ব্যবহার করা।
০৫) কোন ধরনের টিস্যু ব্যবহার না করা।
০৬) সিজ বাথ বা গরম পানির সেক নেওয়া।
০৭) প্রয়োজনীয় ও পুষ্টিকর খাবার গ্রহন।
#) ক্ষত শুকানোর সময়ঃ
মলদ্বারের সার্জারীর পর ক্ষত শুকাতে শরীরের অন্যান্য জায়গার তুলনায় অধিক সময় লাগে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে। এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোন কারন নেই। সবার শরীরের ক্ষত শুকানোর ক্ষমতা
এক রকম নয়। কারো বেশী সময় লাগে কারো কম। ধৈর্য সহকারে পরিচর্যা করলে এবং নিয়মকানুন মেনে চললে ক্ষত দ্রুত শুকায়।
আমার স্ত্রী ফিস্টুলা অপারেশন করা হয়েছে ১০ দিন কিন্তু সেলাই করেন মলদ্বার পাশ দিয়ে সেলাই ফেটে সমান্য পরিমাণ মল আসছে আমি এখন কি করবো আর এটি কি ধরনের সমস্যা?
সাধারণত মলদ্বার অপারেশন এর পর সেলাই করা হয় না। আপ্নার স্ত্রীর কি হয়েছে না দেখে বলা যাবে না
আমি গত তিন বছরের বেশি হলো পাইলস অপারেশ করাইছি এতদিন মোটামুটি সুস্থ ছিলাম। ইদানীং আমার আবার মলত্যাগ করার সময় ব্যাথা হয় সারাদিনব্যাথা অনুভব হয়।এখন কি করনীয় আমার এমতাবস্থায়? আমার মল আটকে রাখতে কোন সমস্যা হয় না বা পূজ বের হয়না তবে মলত্যাগ করার সময় ব্যাথা হয় তারপর থেকে সারাদিন ধরে চিনচিন কর ব্যাথা করে খুবই অসহ্য লা। দয়া করে একটু এডভাইস দিন কি করলে আরগ্য হবে।
আমার ফিস্টুলা অপারেশন হয়েছে ১ মাস ২০ দিন হল
এখনো পুরোপুরি শুকায় নি। হালকা সাদা পুঁজ বের হয়। এখন আমার করণীয় কি?
সাধারনত ফিস্টুলা অপারেশণ শুকাতে কয় মাস লাগতে পারে?
আমি এটা নিয়ে টেনশনে আছি।
অনুগ্রহ করে জানাবেন প্লিজ।।
আমার ১৫ দিন হলো ফিস্টুলা অপারেশন হয়েছে , কোন সেলাই দেইনি, ৩ দিন ডাক্তারমেডিকেলে রেখে বাড়ি পাঠিয়েছে,,, প্রতিদিন ২/৩ বার গরম পানিতে পভিসেপ ও লবন দিয়ে সেক দিতে বলেছে।। তেমন কোন ঔষধ ও দেইনি।। এখন শুকাতে কতো সময় লাগবে ??
সিজ বাথ বা গরম পানির সেক নেওয়ার কোন বিকল্প আছে কি? আমার এনাল ফিশার অপরেশন হয়েছে ২০ দিন এখনো ঘাঁ শুখায়নি অপরেশনের স্থানে একটু একটু বিজলা বিজলা ময়লা জমে। আমি প্রতিদিন ৪/৫ বার প্রভিসেফ দিয়ে পরিস্কার করি এবং ব্যাকট্রসিন অয়েন্টমেন্ট লাগায়। প্রতিদিন ৩ বার কাপড় গরম করে সেক দেয়। সাথে সেফাক্লভ ৫০০ এন্টিবায়াটিক ( ২বার) ও নিডিপিন এস আর (১ বার) চলছে। এন্টিবায়োটিক আর ২ দিন চলবে এখনো ঘাঁ শুখায়নি এখন আমার করনীয় কি জানালে উপকৃত হব। ধন্যবাদ
ঘা শুকনোর জন্য এক থেকে দেড় মাস সময় লাগে
যা করছেন যথেষ্ট।
আমার প্রায় ১০ মাস আগে ফিস্টুলা ও পাইলস দুইটা একসাথে অপারেশন হয়েছে। কিন্তু এখনও মল আটকে রাখতে পারছি না।
এখন করনীয় কী??
মলদ্বারের ব্যয়াম করলে ধীরে ধীরে অবস্থার উন্নতি হতে পারে
vai apnar ki valo hoye gase?? r ata sokaite koto din somoy lage??
আমার এনাল এবসেস হয়েছে
এবং অপারেশন করাইছি
এবং টিকমত সেক নিতাছি!!
এখন কতদিন লাগতে পারে আমার ঘা শুখাতে?
এবং আমার কাছে মনে হচ্চে এর পাশে আরেকটি ফোড়ার মত অনুভব হয়!!
এখন আমার করণীয় কি??
আমার থার্ড ড্রিগ্র পাইলস,এনাল ফিসার ও ফিস্টুলা অপারেশন করা হয়েছে ১বছর এখনো মলত্যাগের পর ব্যাথা চলতে থাকে ২-৩ঘন্টা ধরে। মাঝে মাঝে ঐখান থেকে পুঁজ বের হয়। সে ক্ষেত্রে কি করনীয় বলবেন ।
পাইলস এর অপারেশন হয়েছে কি কি খাবার খাবো এবং কি কি খাবো না. please উত্তর টা দিবেন
আমার স্ত্রী পাইলসের অপারেশন হয়েছে (স্টেপেল্ড) ব্যাথাতো আছেই, তবে টয়লেট করতে প্রচুর কষ্ট হয়, টয়লেট করার পর অদা ঘন্টা পর্যন্ত প্রচন্ড ব্যাথা থাকে, সিজ বাথে অথবা গরম কোন সেক দেওয়ার কথা ডাক্তার বলেনি বিধায় ইহা থেকে বিরত, এখন কি করনীয়, দয়া করে যদি কিছু উপদেশ দিতেন, গত ২৪ অক্টোবর অপারেশন হয়েছে।
সাধারণত এতদিন ব্যথা থাকে না।
না দেখে বলা মুসকিল।
সিজ বাথ নিতে পারে, আর ব্যথার ওষুধ খেতে হবে