Disease Information

You may experience from simple piles to complex colorectal diseases like colorectal cancer. Early diagnosis and treatment can completely cure your problems. Here we like to gather some knowledge about colorectal diseases.

Hemorrhoids (Piles)

Hemorrhoids are swollen, inflamed veins around the anus or lower rectum. They are either inside the anus or under the skin around the anus. They often result from straining to have a bowel movement. Other factors include pregnancy, aging and chronic constipation or diarrhea.

Hemorrhoids are very common in both men and women. About half of all people have hemorrhoids by age 50. The most common symptom of hemorrhoids inside the anus is bright red blood covering the stool, on toilet paper or in the toilet bowl. Symptoms usually go away within a few days.

If you have rectal bleeding you should see a doctor. You need to make sure bleeding is not from a more serious condition such as colorectal or anal cancer. Treatment may include warm baths and a cream or other medicine. If you have large hemorrhoids, you may need surgery and other treatments.

Anal Fissure

Anal Fissure is the craking disease of anus due to passing of hard stool. Its very painful and bleeding occurs. You may experienced anal fissure at any age. First time anal fissure is extremly painful. It can occurs several times. When your stool become hard, it may appear. Then it is called chronic anal fissure. In chronic anal fissure, pain is less compared to acute condition. If not treated timely anal fistula may develop.

Main treatment is to keep your stool soft. You can do it by:

  • Avoid any red meat (beaf, mutton)
  • Take plenty of fruits and vegetables
  • Take atleast 8 class of pure water everyday
  • Milk, wood apple, papaya and ispagula husk can significanly soften your stool

Your sufferings from this diseases reduces if you keep your stool soft. Various kinds of medications are available in the market but use them only after consult with a registered doctor. Besides, a simple sugical operation can cure this diseases.

Fistula

A fistula is an abnormal connection between two parts inside of the body. In ano-ractal fistula, there is swelling and formation of pus arround the wall of anus. Here an abnormal connection establishes (tracts) between anal canal and skin sorrounding anus. Sometimes this tracts gets obstructed, pus formed and brust out. These burst can occur in different direction and the condition may worsen.

If you notice pain and bleeding arround your anus, consult with your doctor immediately. Surgery is the only way to correct this condition. Don't delay and let it go away thing in this condition. Your condition may worsen. An expert colorctal surgeon can perform a succesful operation only when the condition is early detected. Complicated cases may require multiple surgery to cure this disease.

Perianal Abscess

An abscess is a collection of pus in any part of the body that, in most cases, causes swelling and inflammation around it. Perianal abscess means abscess around the anus. In this condition pus is formed and you may suffer pain and fever due to inflammation.

Urgent surgery is recomended for this disease. Delay may turn this condition into fisula.

 

Anal Itching

These symptoms may develop from various diseases. Personal hygiene like regular anal hair shaving can significantly reduce the occurence of this disease. Avoid any soap or detergent for washing anus. Consult with a doctor if you have any symptoms of itching, burning around anus.

Ulcerative colitis

Ulcerative colitis (UC) is a disease that causes inflammation and sores, called ulcers, in the lining of the rectum and colon. It is one of a group of diseases called inflammatory bowel disease.

UC can happen at any age, but it usually starts between the ages of 15 and 30. It tends to run in families. The most common symptoms are pain in the abdomen and blood or pus in diarrhea. Other symptoms may include

  • Anemia
  • Severe tiredness
  • Weight loss
  • Loss of appetite
  • Bleeding from the rectum
  • Sores on the skin
  • Joint pain
  • Growth failure in children

About half of people with UC have mild symptoms.

Doctors use blood tests, stool tests, colonoscopy or sigmoidoscopy, and imaging tests to diagnose UC. Several types of drugs can help control it. Some people have long periods of remission, when they are free of symptoms. In severe cases, doctors must remove the colon.

Crohn's disease

Crohn's disease causes inflammation of the digestive system. It is one of a group of diseases called inflammatory bowel disease. Crohn's can affect any area from the mouth to the anus. It often affects the lower part of the small intestine called the ileum.

The cause of Crohn's disease is unknown. It may be due to an abnormal reaction by the body's immune system. It also seems to run in some families. It most commonly starts between the ages of 13 and 30.

The most common symptoms are pain in the abdomen and diarrhea. Other symptoms include

 

  • Bleeding from the rectum
  • Weight loss
  • Fever

 

Your doctor will diagnose Crohn's disease with a physical exam, lab tests, imaging tests, and a colonoscopy.

Crohn's can cause complications, such as intestinal blockages, ulcers in the intestine, and problems getting enough nutrients. People with Crohn's can also have joint pain and skin problems. Children with the disease may have growth problems.

There is no cure for Crohn's. Treatment can help control symptoms, and may include medicines, nutrition supplements, and/or surgery. Some people have long periods of remission, when they are free of symptoms.

 

Irritable bowel syndrome (IBS)

Irritable bowel syndrome (IBS) is a problem that affects the large intestine. It can cause abdominal cramping, bloating, and a change in bowel habits. Some people with the disorder have constipation. Some have diarrhea. Others go back and forth between the two. Although IBS can cause a great deal of discomfort, it does not harm the intestines.

IBS is common. It affects about twice as many women as men and is most often found in people younger than 45 years. No one knows the exact cause of IBS. There is no specific test for it. Your doctor may run tests to be sure you don't have other diseases. These tests may include stool sampling tests, blood tests, and x-rays. Your doctor may also do a test called a sigmoidoscopy orcolonoscopy. Most people diagnosed with IBS can control their symptoms with diet, stress management, probiotics, and medicine.

Colon polyps

A polyp is an extra piece of tissue that grows inside your body. Colonic polyps grow in the large intestine, or colon. Most polyps are not dangerous. However, some polyps may turn into cancer or already be cancer. To be safe, doctors remove polyps and test them. Polyps can be removed when a doctor examines the inside of the large intestine during a colonoscopy.

Anyone can get polyps, but certain people are more likely than others. You may have a greater chance of getting polyps if you

  • Are over age 50
  • Have had polyps before
  • Have a family member with polyps
  • Have a family history of colon cancer

Most colon polyps do not cause symptoms. If you have symptoms, they may include blood on your underwear or on toilet paper after a bowel movement, blood in your stool, or constipation or diarrhea lasting more than a week.

Colorectal Cancer

The colon and rectum are part of the large intestine. Colorectal cancer occurs when tumors form in the lining of the large intestine. It is common in both men and women. The risk of developing colorectal cancer rises after age 50. You're also more likely to get it if you have colorectal polyps, a family history of colorectal cancer, ulcerative colitis or Crohn's disease, eat a diet high in fat, or smoke.

Symptoms of colorectal cancer include

  • Diarrhea or constipation
  • A feeling that your bowel does not empty completely
  • Blood (either bright red or very dark) in your stool
  • Stools that are narrower than usual
  • Frequent gas pains or cramps, or feeling full or bloated
  • Weight loss with no known reason
  • Fatigue
  • Nausea or vomiting

Because you may not have symptoms at first, it's important to have screening tests. Everyone over 50 should get screened. Tests include colonoscopy and tests for blood in the stool. Treatments for colorectal cancer include surgery, chemotherapy, radiation, or a combination. Surgery can usually cure it when it is found early.

রোগ বিবরণ

মলদ্বারে সামান্য পাইলস্‌, ফিসার ও ফিস্টুলা থেকে শুরু করে অত্যন্ত জটিল ক্যান্সারও হতে পারে। সুতরাং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে ভুলবেন না। আমরা এখানে পাইলস্‌ ও কলোরেকটাল রোগ সমন্ধে প্রাথমিক ধারনা পাবার চেষ্টা করব।

পাইলস্‌

মলদ্বারে যে কোন সমস্যা হলেই আমরা মনে করি পাইলস্‌ হয়েছে। পাইলসের লক্ষণগুলো নিম্নরুপঃ

  • তাজা রক্ত, ফিনকী দিয়ে রক্ত যাওয়া
  • সাধারণত কোন ব্যথা থাকে না
  • মাংসপিন্ড ঝুলে পড়া, ভিতর বাহির হওয়া
  • মাঝে মাঝে ফুলে গিয়ে ব্যথা হতে পারে
  • আরও একধরনের পাইলস্‌ আছে যাতে চামড়ার নিচে রক্ত জমাট বেঁধে ফুলে উঠে এবং প্রচন্ড ব্যথা হয়। এতে কোন রক্তপাত হয় না।

কেন পাইলস্‌ হয়? 

অনেকগুলো কারনে পাইলস্‌ হতে পারেঃ

  • কোষ্ঠ কাঠিন্য
  • চাপ দিয়ে মল ত্যাগ করা
  • ঘনঘন মলত্যাগ (আই.বি.এস)
  • অনেক সময় বংশগত
  • দীর্ঘসময় দাড়িয়ে বা বসে কাজ করলে
  • সন্তানধারনের সময়ও অনেকের পাইলস্‌ হয়

কিভাবে পাইলস্‌ নিয়ন্ত্রনে রাখবেন?

কোষ্ঠ কাঠিন্য যাতে না হয় সেদিকে নজর রাখতে হবেঃ

  • বেশী বেশী শাক-সবজি, ফলমূল খাওয়া
  • দৈনিক অন্তত ৮ গ্লাস পানি খাবেন
  • মাংস (খাসী, গরু) কম খাবেন
  • ইসুবগুলের ভুসি রাতে ভিজিয়ে সাথে সাথে খাবেন
  • এরপরও না হলে ঔষধের মাধ্যমে মল নরম রাখা

কখন চিকিৎসকের পারমর্শ নিবেন?

মলদ্বারে যে কোন সমস্যার জন্যই সর্বপ্রথম একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং জেনে নিন রোগটি আসলে কি। এমন একজন চিকিৎসককে দেখান যিনি আপনার মলদ্বার ভালোভাবে পরীক্ষা করে সিদ্ধান্ত দিবে আসলে আপনার কি হয়েছে। আর এই জন্য একজন কলোরেকটাল সার্জারী বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিজে নিজে বা হাতুড়ে ডাক্তার এর মাধ্যমে রোগের চিকিৎসা করালে ভুল চিকিৎসা হতে পারে।

পাইলস্‌ এর চিকিৎসা পদ্ধতি কি রকম?

ঔষধের সাহায্যে পাইলস্‌ এর চিকিৎসাঃ বিভিন্ন ঔষধ দিয়ে পাইলস্‌ নিয়ন্ত্রন সম্ভব। তাই প্রাথমিক অবস্থায় পাইলসের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে পারেন।

বিনা অপারেশনে পাইলসের চিকিৎসাঃ আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে বিনা অপারেশনের মাধ্যমে ব্যথামুক্ত ভাবে পাইলসের চিকিৎসা করা সম্ভব। যেমন, বেন্ডিং, ইনজেকশন (স্কেলেরথেরাপী), ইনফ্রারেড কোয়াগুলেশন ইত্যাদি।

আধুনিক লংগো পদ্ধতিঃ এই পদ্ধতিতে বিশেষ একধরনের যন্ত্রের মাধ্যমে মলদ্বারের বাহিরে কোনপ্রকার কাটাছেঁড়া ছাড়াই পাইলসের চিকিৎসা করা হয়। এতে খুব সামান্য ব্যথা হয়, ২/৩ দিনের মধ্যেই রোগী সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠে এবং এতে কোনরকম শেক বা হিপবাথ লাগে না। এ পদ্ধতিতে খরচ একটু বেশী হয়।

লেজার এর মাধ্যমে পাইলসের চিকিৎসাঃ এ পদ্ধতিতে লেজার দ্বারা পাইলস্‌ কেটে চিকিৎসা করা হয় যা সাধারনভাবে কেটে পাইলস্‌ চিকিৎসা করার মতোই। তবে কোন কোন গবেষক মনে করেন এতে ব্যথা কম হয়। শেক বা হিপবাথ নিতে হয়।

কেটে পাইলসের চিকিৎসাঃ এ পদ্ধতিতে রোগীকে অচেতন (আংশিক) করে পাইলসের চিকিৎসা করা হয়। এটি অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। এই পদ্ধতিতে অপারেশনের পর ৩-৪ সপ্তাহ লাগে শুকাতে। এই সময় রোগীকে হালকা গরম পানিতে লবন বা ঔষধ মিশিয়ে হিপবাথ নিতে হয়। ৩-৪ সপ্তাহ যাবৎ হালকা রক্তের মত তরল ক্ষতস্থান হতে বের হয়। এতে ৪-৫ দিন বেশ ব্যথা অনুভূত হয় তাই ব্যথার ঔষধ সেবন করতে হয়।

তাই ঘাবড়াবার কোন কারন নেই। পাইলস্‌ একটি অতি সাধারন রোগ। অনেকের ধারনা পাইলস্‌ ভালো হয় না এবং এর অ্যালপ্যথিক কোন চিকিৎসা নেই। এইসব ধারনা ঠিক নয়। বিনা অপারেশনে পাইলসের বিজ্ঞাপন দেখে হাতুড়ে ডাক্তারের কাছে যাবেন না এবং নিজের ক্ষতি করবেন না

অ্যানাল ফিসার (গেজ)

মল কঠিন হলে অনেক সময় মলদ্ধার ফেটে যায়, প্রচন্ড ব্যথা হয় এবং রক্ত যায়। এটাই হলো অ্যানাল ফিসার বা গেজ। যে কোন বয়সে এটা হতে পারে। প্রথমবার হলে প্রচন্ড ব্যথা হয়। এটা বার বার হয়। যখনই মল কঠিন হয় তখনই এটা আবার দেখা দেয়। তখন এটাকে বলে ক্রনিক অ্যানাল ফিসার। ক্রনিক অ্যানাল ফিসারে ব্যথা কম হয়। মলদ্বারের সামনে বা পেছনে বকের ঠোঁটের মত মাংস হাতে লাগে এবং এজন্য এটাকে গেজ বলে। অনেক দিন এই অবস্থা থাকলে এখানে ফিস্টুলা বা ভগন্দর হতে পারে।

এই রোগের প্রধান চিকিৎসা হল মল নরম রাখা। মল নরম রাখার উপায়ঃ

  • গরুর মাংস খাসীর মাংস কম খাওয়া
  • প্রচুর শাক-সবজি, ফলমূল খাওয়া
  • দৈনিক অন্তত ৮ গ্লাস পানি খাওয়া
  • বেল,দুধ, ইসুবগুলের ভুসি, পেঁপে ইত্যাদি খাওয়া

মল নরম রাখলে এরোগে কষ্ট কম পাওয়া যায়। এর চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের ঔষধ ও মলম পাওয়া যায়, যা ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন। এছাড়া অতি সাধারন একটি অপারেশনের মাধ্যমে এইরোগ নির্মূল করা সম্ভব।

ফিস্টুলা বা ভগন্দর

মলদ্বারের পাশে ফোঁড়ার মত হয়, ফুলে উঠে, পুজ জমে ফেটে যায় এবং এটা বার বার হয়। এতে মলদ্বারের সাথে মলদ্বারের আশেপাশের ত্বকের মধ্যে নালির মত সৃষ্টি হয় এবং মাঝে মাঝে এই নালি বন্ধ হয়ে পুঁজ হয় এবং তা ফেটে বের হয়ে যায়। বিভিন্ন দিকে ফাটার কারনে অনেক মুখ ও জটিল নালীর সৃষ্টি হতে পারে।

বিভিন্ন কারনে এই রোগ হয়। এই রোগের জন্য যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। অপারেশন ছাড়া এরোগ ভাল হয় না। যত দেরী করবেন রোগের জটিলতা ততই বাড়তে থাকবে। প্রাথমিক অবস্থায় অভিজ্ঞ ডাক্তার দ্বারা এই রোগের চিকিৎসা করলে সুফল পাওয়া সম্ভব। রোগ জটিল হলে একাধিকবার অপারেশনের প্রয়োজন হয়।

পেরিঅ্যানাল অ্যাবসেস বা পুঁজ

মলদ্বারের পাশে পুঁজ জমা হয়ে ফুলে উঠে। সাথে হালকা জ্বর ও প্রচন্ড ব্যথা অনুভূত হয়। একে পেরিঅ্যানাল অ্যাবসেস বলে। এই রোগের জন্য জরুরী ভিত্তিতে অপারেশন প্রয়োজন। দেরী করলে ফোঁড়া নিজে নিজে ফেটে যেতে পারে যা পরবর্তীতে ফিস্টুলা বা ভগন্দর এ রূপ নেয়। অপারেশন ব্যতীত অন্য কোন চিকিৎসা এ রোগের জন্য কার্যকরী নয়।

মলদ্বারে চুলকানি, জ্বালা

বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে এইসব উপসর্গ দেখা দিতে পারে। মলদ্বারের চারপাশের পশম নিয়মিত কাটার অভ্যাস করতে হবে। মলদ্বারে কোন সাবান বা ডিটারজেন্ট ব্যবহার না করা। সঠিক চিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

আলসারেটিভ কোলাইটিস

এই জাতীয় রোগকে অনেকে পুরাতন আমাশয় ও বলে থাকেন। পেটে ব্যথা হওয়া, ঘনঘন মলত্যাগ, জ্বালা, যন্ত্রনা, মলের সাথে রক্ত যাওয়া, পুঁজ যাওয়া, মিউকাস বা আম যাওয়া ইত্যাদি এইসব রোগের লক্ষণ। এই রোগের প্রাদুর্ভাব আমাদের দেশে অনেক কম। অভিজ্ঞ গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট দেখিয়ে এই রোগের চিকিৎসা নিন। অসহনীয় পর্যায়ে গেলে সার্জনের পরামর্শ নিতে হয়। অনেক সময় অপারেশন প্রয়োজন হয়।

ক্রনস্‌ ডিজিজ

এই জাতীয় রোগকে অনেকে পুরাতন আমাশয় ও বলে থাকেন। পেটে ব্যথা হওয়া, ঘনঘন মলত্যাগ, জ্বালা, যন্ত্রনা, মলের সাথে রক্ত যাওয়া, পুঁজ যাওয়া, মিউকাস বা আম যাওয়া ইত্যাদি এইসব রোগের লক্ষণ। এই রোগের প্রাদুর্ভাব আমাদের দেশে অনেক কম। অভিজ্ঞ গ্যাষ্ট্রোএন্টেরোলজিষ্ট দেখিয়ে এই রোগের চিকিৎসা নিন। অসহনীয় পর্যায়ে গেলে সার্জনের পরামর্শ নিতে হয়। অনেক সময় অপারেশন প্রয়োজন হয়।

ইরিটেবল বাওয়েল সিন্ড্রম (আই.বি.এস)

পেটে গ্যাস হয়, ব্যথা করে, কোষ্ঠ-কাঠিন্য বা ডায়ারিয়া হয়, আম যায় এই রোগে। কোন প্রকার রক্তপাত হয় না। এই রোগে ভয়ের তেমন কোন কারন নেই। ডাক্তারের পরামর্শ মেনে চলুন, দুশ্চিন্তামুক্ত থাকুন। কিছু কিছু খাবার যেমনঃ দুধ, সবজি, ডাল ইত্যাদি খেলে এই রোগ বেড়ে যায়।

পলিপ

এক ধরনের টিউমার। মাঝে মাঝে রক্তপাত হয় এবং অনেক সময় মলদ্বার দিয়ে মাংসের মত বেরিয়ে আসে। পায়খানার রাস্তায় আঙ্গুলদিয়ে পরীক্ষা করলে অনেক সময় তা হাতে অনুভব করা যায়। উপরের দিকে থাকলে কোলনস্কপির মাধ্যমে দেখা যায়। ইহা এক বা একাধিক হতে পারে। বাচ্চাদের এই রোগ বেশী হয় তবে যে কোন বয়সেই এই রোগ হতে পারে। এই পলিপ থেকে অনেক সময় ক্যন্সার হয়। তাই যতদ্রুত সম্ভব কেটে ফেলাই ভাল। কলোনস্কপির মাধ্যমে কাটা যায় আর নিচের দিকে হলে সাধারন অপারেশনের মাধ্যমেও কাটা যায়।

কলোরেকটাল ক্যান্সার

উপসর্গ

  • মলদ্বার দিয়ে রক্ত পড়া (সাধারনত মলের সাথে মিশানো বা মরারক্ত)
  • মলত্যাগের অভ্যাস পরিবর্তন
  • মল ক্লিয়ার না হওয়া
  • বার বার মলত্যাগের চেষ্টা করা এবং পরিপূর্ণ তৃপ্তি না আসা
  • মিউকাস ও রক্ত একসাথে যাওয়া
  • পেটে ব্যথা, কোমর ব্যথা, পেট ফুলে যাওয়া
  • পেটে চাকা অনুভব, দুর্বলতা

এইসকল উপসর্গের যে কোন একটি থাকলেই কলোরেকটাল ক্যান্সার হতে পারে। উপসর্গ দেখা দিলে সাথে সাথে অভিজ্ঞ কলোরেকটাল সার্জনের সাথে যোগাযোগ করুন। মনে রাখবেন যতদ্রুত ক্যান্সারের চিকিৎসা হবে রোগী তত ভাল হবে। এই ক্যান্সার প্রতিরোধও করা সম্ভব এবং দ্রুত চিকিৎসা হলে এই রোগ থেকে সম্পূর্ন আরোগ্য লাভ করাও সম্ভব।

পরিবারের কোন সদস্যের যদি এই জাতীয় ক্যান্সার হয়ে থাকে তাহলে যে কোন উপসর্গ দেখা দিলে দেরী না করে চিকিৎসকের পরামর্শ নিন।

একাধিক পলিপের হিষ্ট্রি যদি থাকে তাহলে নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রাখুন এবং পরিবারের অন্যান্য সদস্যদের ব্যপারে কি করনীয় তা ডাক্তারকে জিজ্ঞেস করুন।

নিম্নোক্ত অভ্যাসগুলি এই জাতীয় ক্যান্সার কমায়ঃ

  • তৈল চর্বি জাতীয় খাদ্য কম খাওয়া
  • শাক-সবজি বেশী খাওয়া
  • মদ্যপান ও ধূমপান পরিহার করা
  • ক্যালসিয়াম জাতীয় খাদ্য বেশী খাওয়া
  • নিয়মিত ব্যয়াম করা
  • পলিপ জাতীয় রোগ থাকলে তা প্রথমেই কেটে ফেলা। রেখে দিল তা থেকে ক্যান্সার হতে পারে।