paykhanar-rastar-problem

Md. Anwar Hossain asked 3 months ago

আসসালামু আলাইকুম ভাইয়া। আমি রাজশাহী থেকে, মোঃ আনোয়ার হোসেন বলেছি। আমার একটা সমস্যা প্রায় 01 year থেকে।গত কুরবানির ঈদের পর দিন আমার পেট অনেক কষান হয়ছিলো টয়লেট হচ্ছিলো না বার বার টয়লেট যেতে হচ্ছিল পরে একটু শক্তি খাটিয়ে চাপ দিয়ে টয়লেট করতে গিয়ে, মলদ্বার দিয়ে মলের সাথে রক্ত লাগে আসছে এবং প্রচুর পরিমন ব্যাথা আর জ্বালা জন্তনা শুরু হয়ছে এই ভাবে ২ দিন রক্ত আসছে মলের সাথে লেগে এক্সটার কোন রক্ত পড়তনা, এই ভাবে ২ মাস প্রচুর ব্যাথা হয়ছে টয়লেট করতে অনেক ভয় করতো কষ্ট হয়তো । এখন বর্তমানে যে সমস্যা হচ্ছে টয়লেট ক্লিয়ার হয়না, মলত্যাগ করার সময় মলদ্বার টা জ্বলে, মলদ্বার ভারি হয়ে থাকে মনে হয় মলদ্বারে কোন শক্তি নাই, ঘুম থেকে উঠে সকালে টয়লেটের একটা চাপ থাকে তখন একটু টয়লেট হয় তার পর টয়লেটের জন্য চাপ হয় কিন্তুু টয়লেটে গিয়ে অনেক সময় বসে থেকে অনেক চাপ দিয়ে অল্প একটু টয়লেট হয়, মলদ্বার টা অনেক চিকন এবং টাইট হয়ে গেছে, এমনিতেই কোন মাংস বা ফুসড়ির মত কিছু নাই কিন্তুু মলদ্বারে মনে হয় কিছু একটা হয়ছে টয়লেট ক্লিয়ার হয়না। এজন্য আমার সব সময় মাথা ভারি হয়ে থাকে,।।