Irritable Bowel Syndrome (IBS) বা আই.বি.এস একটি সাধারন রোগ যা বৃহদান্ত্রের ফাংশনাল লক্ষণ সমূহের সমষ্টি। ফাংশনাল মানে হলো যার কোন গঠনগত ক্রটি নাই। কিন্তু কার্যকারিতায় ক্রটি রয়েছে।
- লক্ষণ সমূহ:
পেটে ব্যাথা
খাবার পর অস্বস্থি বোধ
পেট ফেঁপে যাওয়া
মলের সমস্যা
ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য — সাথে আরো কিছু সাধারণ লক্ষণ থাকতে পারে
দূর্বলতা
মাথাব্যাথা
বমি বমি ভাব ইত্যাদি
কারো কারো স্বল্প লক্ষণ থাকে, কারো কারে তীব্র লক্ষণ দেখাদেয়।
- কিভাবে আই.বি.এস. নির্ণয় করা হয়:
আই.বি.এস নিশ্চিত করার কোন পরীক্ষা নেই। তবে অন্য কোন রোগ আছে কিনা , তা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা প্রথমে করাতে হয়। যেমন:
#মলের পরীক্ষা
#এক্স-রে
#কলোনোস্কপি
#রক্ত পরীক্ষা ইত্যাদি
অন্য কোন রোগ নেই নিশ্চিত হওয়ার পরই শুধুমাত্র আই.বি.এস হিসেবে চিকিৎসা শুরু করা উচিৎ।
আইবিএস এর ধরন:
আইবিএস দুই ধরনের হতে পারে:
০১. কোষ্ঠকাঠিন্য প্রাধান্য
০২. ডায়রিয়া প্রাধান্য
কারো কারো কোষ্ঠকাঠিন্য বেশী হয়, কারো কারো ডায়রিয়ার লক্ষণ বেশী দেখা যায়।
- কারন সমূহ:
#কারন নিশ্চিত নয়। এটি অন্ত্রের অধিক কাজ করার সাথে সংযুক্ত থাকতে পারে।
#স্নায়ুর অধিক কাজ করা।
#কোন কোন খাবার হজম না হওয়া।
# ইনফেকশন — পূর্বের কোন ইনফেকশন
#ব্যাথার অতিঅনুভূতি
- চিকিৎসাঃ
০১. জীবন যাত্রার পরিবর্তন
— নিয়মিত ব্যায়াম
–মানষিক চাপ কমানো
–লক্ষণ সমূহের রেকর্ড রাখা
০২. খাদ্যাভাস পরিবর্তন
–যে সকল খাবার সমস্যা হয় তা পরিহার
–তেল চর্বি কম খাওয়া
–কারো কারো শাক/ পাতায় সমস্যা হয়, ঐ গুলো না খাওয়া
–নিয়মিত খাবার খাওয়া
–প্রচুর পানি খাওয়া
০৩. প্রবায়োটিকস
০৪. ঔষধ– বিভিন্ন রকমের ঔষধ ব্যাবহার করা হয়, লক্ষণ এর উপর নির্ভর করে।
০৫. ডায়রিয়ার চিকিৎসা
০৬. কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা
০৭. প্রয়োজনে সার্জারী
উপসংহারঃ
আই.বি.এস এমন একটি রোগ যা শুধুমাত্র ঔষধ দ্বারা ভালো করা যায়না। জীবন যাত্রার পরিবর্তন এবং তার সাথে মানিয়ে চলার অভ্যাস রপ্ত করাই আইবিএস এর চিকিৎসার মূলমন্ত্র।
- আই.বি.এস সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে অথবা আপনার অভিঞ্জতা এবং নিয়ন্ত্রন পদ্ধতি নীচের মন্তব্য বক্স এ লিখে পোষ্ট করুন।
protidin koto bar toilet howa ta savabik? ar koto bar hole IBS er somvabona thakte pare, janaben ki? Thanks
দিনে ৩বার থেকে ৩দিনে একবার- স্বাভাবিক। কত বার। না, ibs এর লক্ষন থাকতে হবে।
আমি ভুগতেছি আইবিএস
আই বি এস এর সাথে কি প্যানিক এটাকের কোন সম্পর্ক আছে?
আমার সবসময় পায়খানা নরম থাকে এখন কি করব আমি ডা: দেখাই কলোনোস্কপি আরও অনেক টেস্ট করে কোন রোগ পায় না আমার বডি দিন দিন কমে যাচ্ছে । আর যত সময় যার পাতলা পায়খানা বেশি হচ্ছে দিনে ৩-৪বার হয় কিছু খাবার পর পায়খানা ব্যাগ আসে এখন আমি কি করব । এই সমস্যা ৪ বছর থেকে ….
সম্ভবত আপনার IBS হয়েছে
gastroenterologist দেখান
amar toilet chap dile atkaite pari na. toilet ar kotha mone porlei toilet chap dey. ata ki amr ibs?
IBS হতে পারে। details যেনে ও পরিখখা নিরিক্ষা পর যানা যাবে
আমার পায়খানা নরম । দিনে ৩-৪ বার পায়খানায় যেতে হয় । শরীর দিনদিন শুকিয়ে যাচ্ছে ।তাহলে আমার কি IBS
কখনো কোষ্ঠকাঠিন্য কখনো পায়খানা ফেনার মতন হয় , আমাশয় ও পেট ব্যাথা, এখন ঔষধ খেলে পায়খানা শক্ত হয় আর না খেলে ফেনার মতন।
আই বি এস রোগ নির্নয়ের জন্য কি কি পরীক্ষার প্রয়োজন ।আই বি এস থেকে কি চিরতরে মুক্তি পাওয়া সম্ভব ?
অনেক পরীক্ষা ই আছে।
Colonoscopy must.
নিয়ন্ত্রণ এ রাখা সম্ভব
স্যার,আমার কিছুদিন আগে টাইপয়েড হয়েছিল।তখন আমার পাতলা পায়খানা হতো।মাঝখানে ভালো হয়ে যায়।কিছুদিন আগে আমার পাতলা পায়খানার সাথে মল যাওয়া শুরু করে,খাওয়ার পর পেট পেপে থাকে বমি হয়,কিছু খেলে ঢেকুর আসে।এই অবস্থায় আমি ডাক্তার দেখাই উনি আমাকে মেভ,রিবোট্রিল,এক্সিয়াম এবংpoljuven ঔষুধ দিয়েছেন।আজ পাচদিন যাবত ঔষুধ খাচ্ছি,কোন পরিবর্তন দেখতে পারছনা বরং আমার প্রসাবের রাস্তায় এক ধরনের ব্যথ্যা অনুভব করি,সারাক্ষন ক্ষুধা লেগে থাকে,ঘনঘন প্রসাবের বেগ হয়।খাওয়ার অভ্যাস অনেক পরিবর্তন করেছি।এখন আমি কি করতে পারি।প্লিজ আমাকে সাজেসনস দেন।
ভালো gastroenterologist দেখান
স্যার আমার নিয়মিত পায়খানা হয়না। মনে করেন তিন চার দিন পর কঠিন পায়খানা হয় তারপর তা আস্তে আস্তে তরল হতে হতে ডায়রিয়ার রুপ নেয়। একদিন পর আবার পায়খানা কয়েকদিন এর জন্য বন্ধ হয়ে যায়। আবার ৩-৪ দিন পর শক্ত পায়খানা তারপর ডায়রিয়া।
আপনার IBS এর সমস্যা থাকতে পারে। একজন gestroenterologist দেখান
আসসালামু আলাইকুম,
স্যার,
আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ২০১৫ সালে প্রথম ঘটে আমার সাথে কিছু খেলেই বমি করি এবং খুবই খারাপ লাগে। এরপর ডাক্তার দেখাই। কিছুদিন পর ভালো হয়ে যাই। এর পর আবার ০৪-০৫ মাস পর একই সমস্যা আবার ডাক্তার দেখাই এবারো ভালো হয়ে যাই। কিন্তু গত মার্চ মাস থেকে এই সমস্যা শুরু হলে আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই কিন্তু বমি ভাব কমলেও পেটের ভিতর জ্বালা কমেনা। তারপর এ্যালোপ্যাথি দেখাই জ্বালা ভাবটা কমে কিন্তু বাথরুম ক্লিয়ার হয়না। পাতলা পায়খানা হয়। এবং পেটের ভিতর বাম পাশে কি যেন ভাসে বলে অনুভুতি জাগে। মানসিক টেনশন আছে এ নিয়ে কেন আমি সুস্থ হই না।
দয়া করে জানাবেন আমার কি ধরনের ডাক্তার দেখানো উচিত এবং ঠিক কি সমস্যা
আপনার একজন ভাল গ্যাস্ট্রোএন্ট্রলজিস্ট দেখানো উচিত
আমি প্রতিদিন সকালে ঘুমে থেকে উঠার পর থেকে উপরের পেটে ঘিন ঘিন ব্যাথা, জালাপুড়া, গ্যাস বেশি, আর ভুটভাট বেশি করে,গ্যাসট্রোএন্টালোজি ডাক্তার দেখাইচি,আল্টা,এন্ডোকপি, কোলন্সকপি,করছি কোন সমস্যা নাই,খাওয়ার কোন অরুচি নাই,শুয়ে থাকলে ভালো লাগে,সোজা হয়ে উটলে সমস্যা শুরু হয় প্রায় সময় করে যন্ত্রনা করে,প্রতিদিন খারাপ লাগে,ওজন কমে না সব ঠিক আছে,কি করব স্যার বুঝতেছিনা।
আমার IBS হইছে বললো গ্রামীনফোন এর ডা: এ।।এখন কি করলে / কোন ধরনের ডা দেখালে ভাল হয়?
আপনার একজন ভাল গ্যাস্ট্রোএন্ট্রলজিস্ট দেখানো উচিত
আমার গত এক বছর যাবত পায়খানা বদ হজমের মত হচ্ছিলো। ডাক্তার দেখিয়েছি। অনেক টেস্ট করিয়েছি তেমন কোন সমস্যা পাওয়া যাচ্ছে না।
তবে stool টেস্ট করার পর calprotectin fecal 450 আসে।
নরমাল থাকে ৪০। তারপর ডাক্তার clonoscopy and endoscopy টেস্ট করান।
টেস্ট করার পর বললো inflamation (লাল হয়ে যাওয়া) হয়েছে।
তারপর সেই অনুপাতে চিকিৎসা করা হয়। মোটামুটি ভালো ছিলাম। তবে সম্পূর্ন না।
কিছু দিন আগে প্রশ্রাবের জ্বালাপুড়ার জন্য ডাক্তার এন্টিবায়োটিক দিল। তারপর থেকে আজ ১ মাসের উপর পায়খানা পাতলা, বিজল ও খাবারের সাথে সাথে টয়লেটে যেতে হয়।
টয়লেটের সাথে পেট ব্যাথা হয়।
অনেক টেস্ট করালাম। আবার সেই stool calprotectin fecal 250 নাকি বেশি।
এখন আবার endoscopy and clonoscopy করবো কাল।
* এখন ১ মাস যাবত নরম খাবার খাচ্ছি।
* ওজন ১২ কেজি কমে গেছে।
* আমার রানের চিপা চুলকায়। প্রায় এক বছর যাবত। তবে ১২ বছর যাবত দাদ এর সমস্যা আছে। পায়ের
৩/৪ টা নখ সাদা হয়ে যাচ্ছে ও কেমন যেনো ফেকাশে হয়ে যাচ্ছে। অনেক চিকিৎসা করিয়েছি সেরে যায় আবার শুরু হয়।
আমি ইতালী আছি। দেশে এসে চিকিৎসা করালে কেমন হবে। পরামর্শ দিলে উপকৃত হবো।
বয়স ৩২
ওজন আগে ছিলো ৬৭ এখন ৫৬
পুরুষ
* আমি যেকোন বিষয় নিয়ে অনেক চিন্তা করি ও worried হই।
ধন্যবাদ।
Amar o aki somossha apni ki akhon Valo hoyechen??? পায়খানার সঙ্গে আম যায়,,কোনো ওশোদ এই যাচ্ছে না
colonscopy আজ করালাম। নরমাল রিপোর্ট আসছে। ডাক্তার কোন ঔষধ দেননি।
আমার মাঝে মাঝে ডায়েরিরা হয়। কিছুই হজম করতে পারি না। বাহিরের খাবার আগে অনেক খাইতাম কিন্তু সমস্যা হতো না ওতোটা। এখন একটা সিংগারা খেলে মনে হয় মারাও যেতে পারি এমন অবস্থা। ওইগুলা এখন ৬মাস হলো খাই না। কিন্তু এর পর ও এখন পায়খানা ভালো মতো হয় না।
কোনো খাবার খাওয়ার সাথে সাথেই পায়খানা হবে সকালে ঘুম থেকে ঊঠে যদিও পায়খানা করি কিনতু আধা ঘন্টার মতো সময় লাগে। আবার নাস্তা করার সাথে সাথেই যেতে হয় আর পায়খানাও ক্লিয়ার হয় না মাঝে মাঝে পাতলা পায়খানা হয়ে যায়।
দুধ বা দুধ জাতীয় কিছুই পেটে সহ্য হয় না।
কিছু খাওয়ার সাথে সাথে পেটে ব্যাথাও করে। সাহায্য করুন আর এটা আইবি এস শিউর মনে হচ্ছে। আলট্রা এক্স রে ইউরিন টেস্ট মল টেস্ট রক্ত টেস্ট সব করিয়েছি। কিন্তু সব পজিটিভ। আমি মানসিক ভাবে চাপে আছি। help me.
স্যার আমার প্রায় ৪ মাস যাবৎ শ্লেষ্মা মিশ্রিত পায়খানা হচ্চে। শরীর একেবারে শুকিয়ে যাচ্চে। একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি। তিনি IBS বলে এর ঔষধ দিয়েছেন। কিন্তু অনেক দিন খেয়েও কাজ হয়নি। পরে একজন কলোরেক্টাল সার্জন দেখাই,, তিনি Colonoscopy করে বলেন Internal piles হয়েগেছে। তাই শ্লেষ্মা মিশ্রিত পায়খানা হচ্চে।
এতে আমি মনে তেমন শান্তি পাইনি। কারণ যাদের পাইলস আছে তারা বলে শুধু রক্ত যায় কিন্তু শ্লেষ্মা যায় না । এখন আমি কী করতে পারি?? কোন বিভাগের ডাক্তার দেখাব??? প্লিয আমাকে পরামর্শ দিন,,,
Colorectal surgeon দেখাতে পারেন।
উপরের সব লক্ষন গুলো আমার আছে, ,,,শারীরিক ভাবে দূর্বল হয়ে যাচ্ছি, কর্ম ক্ষমতা কমে যাচ্ছে, পায়খানার সাথে মিউকাস যায়,অনেক ডাকতার দেখিয়েছি,ঔষধ খেয়েছি কাজ হচছে না,এখন কি করা উচিত স্যার?
দেশের বাইরে এর চিকিৎসা করালে কি সুফল পাওয়া যাবে?
আমার বয়স 37 বছর আমার সমস্যা 15 বছর থেকে ibs হয়েছে । 5/6 বার টয়লটে যেতে হয় পায়খানার সাথে আম যায ।পায়খানা নরম হয় সবসময় অনেক gastroenterologist দেখিযেছি কোন লাভ হয়নি pls help me
আই বি এস হলে কি কি খাবো?
স্যার আমার প্রায় সাত মাস যাবৎ এই রোগে আক্রান্ত হয়েছি । সব রকমের পরিক্ষা করেছি কোন অসুখ ধরা পরেনি । শুধু পায়খানা হয় দিনে তিন থেকে চারবার । অতিরিক্ত পায়খানা হওয়ায় শরীর অত্যন্ত দুর্বল মাঝে মধ্যে আতমকা হয় হাত পা ঠান্ডা হয়ে আছে । অনেক ঔষুদ খাইছি কোন ঔষুধে কাজ হচ্ছেনা । সে ক্ষেত্রে আমার করনীয় কি plz জানা
স্যার, আমার মিউকাস মিস্রিত নরম পায়খানা হয় গত ছয় বছর যাবত। বার স্বাভাবিক। কোষ্টকাঠিন্য আছে। এন্ডোসকপি ওক্লোনোসকপিতে কোন সমস্যা পাওয়া যায়নি। অনেক চিকিৎসা করিয়েছি কিন্তু কোন কাজ হয়নি। গ্যাস্টিক আছে। আমার মনে হয় ঔষধ আমার শরীরে কোন কাজ করে না। এমতাবস্থায় আমি কি করতে পারি? দয়াকরে সঠিক পরামর্শ দিবেন কি?
স্যার আমার কাকুর এই রুগটি হয়েছে এখন কি করলে এই রুগ থেকে বাচা যেতে পারে সেটা বল্লে একটু ভাল হত।।।
আমার আই বি এস হয়েছে কি করব।পেঠে বেথা হয় খাওয়ার পর।পায়খানা বার বার হয় আমাসা হয় কয়েক দিন পর।পায়খানা clear হয়না।
স্যার আমার সমস্যা হল প্রতিদিন ২-৩ বার টয়েলেটে যেতে হয়,কিছু খেলেই টয়েলেটের বেগ আসে। সারাকক্ষন পেটের বিতর কেমন যানি করে,টয়েলেট এর যাওয়ার ভাব থাকে, পায়খানা কোনোদিন শক্ত কোনোবার নরম হয়, অনেক ডাক্তার দেখিয়েছি কাজ হচ্ছেনা, আজ ৩ বছর দরে,,,এখন আমার এ সমস্যা টা কি I b s, যানালে ভালো হয়…..?এক্সরে, প্রশাব পরিক্ষা রক্ত পরিক্ষ করিয়েছি ডাক্তার বলল এগুলার মধ্যে কোনো সমস্যা নেই……আমার বয়স ১৯ বছর…..?আশা করি উওর দিবেন
জীবন জাপনে পরিব্তন টা কি রকম হতে পারে ।বলবেন কি।?????????
শাক খেলে বাথরুম এর সাথে বের হয়। দিনে ৪-৫ বার বাথরুম হয়।তেল জাতিয় খাবার খেলে টয়লেট আসেআর কোমরে সাইডে পেটে শব্দ করে।টয়লেট করার পর নিস্তেজ লাগে।আমার কি IBS হয়েছে?
প্রতিটি উপসর্গ ই IBS এ হয়। Other diseases exclude না করে IBS বলা যাবে না।
মলত্যাগের সাথে বীর্যপাত এইটা কি আইবিএস এর লক্ষণ?
Amr oi sb lokkhon gului ace r jkhn toilt ase sorir khub nistej hoya jy mone hoy sorirr kon skti nai toilt korr por thik hoya jy ami sure ibs hoisa amr kintu kon bivager dr. Dkhabo bujhteci na
আমি কিছু খাওয়ার পর বুকের মাঝখানে জ্যাম হয়ে থাকে,তখন ঢেকুর তুললে মনে হয় জ্যাম টা একটু কমে,আর বমি বমি ভাব হয়,,,পায়খানা টা তেমন ক্লিয়ার না লোড় লোড় হয় মাঝেমধ্য
আমি প্রদীপ কুমার দাস , একটা ফিন্যান্সিয়াল কোম্পানিতে কর্মরত আছি . এখনো বিয়ে করেনি .আমার বয়স ৩১ বছর . আমার প্রধান প্রব্লেম গুলি ! এ গুলি কি প্রকাশ করে ???
১. খাবারে অরুচি
২. যে কোন খাবার খেলে পেট ফুলে থাকা
৩. মাঝে অতিরিক্ত গ্যাসে নিঃশ্বাসের কষ্ট হয়
৪. রাতে খুম হয় না ঠিক মতো
৫. খুব বেশি মানুষিক টেনশন হয় অফিসিয়াল , ক্যরিয়ার ইত্যাদি বিষয় নিয়ে .
৬. সারাদিন ক্লান্ত লাগে
৭. পেট সবসময় ভার থাকে
৮. পায়খানার সাথে আমি পড়ে
৯. বার বার বাথরুমে গেলেও পায়খানা ক্লিয়ার হয় না .
১০.স্বাস্থ নিয়ে টেনশন হয়
১১. পায়খানা সবসময় নরম থাকে
১২. কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না
১৩. সবসময় ডক্টরের আসে পাশে থাকতে ইচ্ছা হয়
১৪. শহরের বাহিরে যেতে কেমন ভয় করে
১৫ . সেক্সচুয়াল ব্যাপার গুলো বার বার মনে আসে
১৬. মাথার চুল হালকা পড়ছে – যেটা বংশগত সমস্যা না
১৭. খাবার একটু বেশি হলেই শ্বাস নিতে কষ্ট হয় .
১৮.জীবনের অনেক ভালো সুযোগ হারিয়েছি সে গুলো মনে করে মাঝে মাঝে খুব খারাপ লাগে
১৯. দিন দিন কেমন কোথায় কোথায় রেগে যায় .
২০. চোখে কেমন ঘুম ভাব থাকে সারাদিন
ডাক্তার দেখায়েছি স্যার বলছে কোলোনোস্কোপি এন্ড আন্দ্রোস্কোপি করতে আমি ৯ তারিক করতে করবো –
সব পরীক্ষা নিরিক্ষা করে বলতে হবে
endoscoআমাকে করতে দিয়েছিলেন Prof. Dr. Faruk Ahmed : Gastroenterology , আর colonoscopy করিয়েছিলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটালে। colonoscopy এর প্রিপারেশন ঝামেলাপূর্ণ আর endoscopy এর সময় কষ্ট হয়, বিশেষ করে পা্ঈপ বের করার সময়।
আপনার পোষ্ট পড়ে মনে হলো আপনার সমস্যা গুলো মূলত physical stress থেকে হচ্ছে। কেননা পর্যাপ্ত ঘুম না হওয়া এবং দুঃশ্চিন্তা অনেক উপসর্গ তৈরি করতে পারে।
পড়ে দেখতে পারেন
https://www.webmd.com/sleep-disorders/features/10-results-sleep-loss#1
আমার কিছু সমস্যা ছিল, িএখন অনেক কমেছে
amr ak mas dhore paykhanr sathe mucus jacce, khudamondo chilo but eta tic oice kichu tobe mucus akdin blood misrito akdin kalo rong akdin sada ronger hoice r alltime holud rong er jay,pet a gas jome o pet a shobdo hoy and majhe majhe bomi hoy r shash a somossa hoy ghar r pithe a chap diye and pet a ossosti hoy.
Note:-pet betha nei.
amr prblm ta ki?
IBS hote pare.
tobe proper Investigation kore confirm korte hobe.
আমার অনেক দিন যাবৎ দরে পায়খানা ভালো হয় না পরিপুর্নভাবে কখনোই পায়খানা হয় নাহ দেরি হয় মনে হয় আরও হবে এইরকম ভাব আর পেট ফুলে যায় আমি এর জন্যে ডাক্তার দেখাইছি তারা বলে আমার আইবিএস হয়েছে
sir How are you
Amr kiso din dhore ekta somossa hosse.. Amr paykhana clear hoy na.. Onk pressure er proyojon pore sir.. Ar প্রসাব ক্লিয়ার হয় না। maje maje প্রসাবের সাথে৷ পাতলা বীরজের মত কি জেন জায়। sir ekhn ami ki korte pari jdi ekto bolten
আমি প্রতিদিন সকালে ঘুমে থেকে উঠার পর থেকে উপরের পেটে ঘিন ঘিন ব্যাথা, জালাপুড়া, গ্যাস বেশি, আর ভুটভাট বেশি করে,গ্যাসট্রোএন্টালোজি ডাক্তার দেখাইচি,আল্টা,এন্ডোকপি, কোলন্সকপি,করছি কোন সমস্যা নাই,খাওয়ার কোন অরুচি নাই,শুয়ে থাকলে ভালো লাগে,সোজা হয়ে উটলে সমস্যা শুরু হয় প্রায় সময় করে যন্ত্রনা করে,প্রতিদিন খারাপ লাগে,ওজন কমে না সব ঠিক আছে,কি করব স্যার বুঝতেছিনা।
আমার পায়খানা কখনও শক্ত আবার কখনও নরম, দিনে ৩-৪ বার। পেটে অনেক ব্যাথা হয়, খেতে ইচ্ছে করে না, পায়খানার সময় ও পরে অনেক জ্বালাপোড়া করে মলদ্বারের ভিতরে, কোন রক্ত যায় না। এটা কি ধরনের সমস্যা
এনাল ফিশার হতে পারে। সাথে আইবিএস থাকতে পারে
Amar khaw por sobsomay Peter vitor mucrai,nomi nomi vab pai ki kori sir aktu boltan jodi
স্যার আমি anal fissure অপারেশন করেছি , কিন্তু ঘাঁ শুকাতে অনেক সময় নিচ্ছে । ঘাঁ এর উপর পভিছেপ বা পাইলোসোল ক্রিম দিতে পারবো কি ? কোন ক্রিম ব্যবহার করা যাবে কি?
ওজন পরিমাপ করার যন্ত্রে যে ibs দেখানো হয় সেটা কি?
ibs নয়। সেটা LBS: Pound-Mass or Pound
ভাই আইবিএস একজন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর বলছে পায়খানা ইনফেকশন আছে ঔষধ দিছে কিন্তু ভালো হয়নি কিন্তু কমছে আরেক ডক্টর বলছে এন্ডোসকপি করছি কোন প্রবলেম নেই পরে আরেক ডক্টর দেখায়ছি সে পরিক্ষা ছাড়ায় বলছে আইবিএস এর প্রবলেম
স্যার আসসালামু আলাইকুম। আমার পেটে ব্যথা করে,জলে,এনাল ফিসার আছে।পায়খানা কষা হয়,গুটি গুটি হয়।পিঠে ও ব্যথা হয়।মাথা ঘুরে। শরীর দুর্বল বেশি সময় দাঁড়িয়ে থাকা যায় না।কাজেও মন বসে না।আমি প্রস্রাব, মল,ব্লাড এবং এন্ডোসকপি করিয়েছি।কোন কিছু ধরা খায় নি।আমি এখন সৌদি আরব আছি। দুই বছর ধরে এ সমস্যা। আমি এখন কি করতে পারি।পরমর্শ দিলে উপকৃত হব স্যার।
বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে পরামর্শ নিন
Sir,আমার পায়খানা নরম হতো তখন আমি উপজেলা থেকে ওষুধ খেয়ে সুস্থ ছিলাম। কিন্তু কিছুদিন পর আবার হয় তখন ডাক্তার welgut,alve এই ওষুধ দেয়। এই ওষুধ খেয়ে পেটের ভেতরে হালকা চিনচিন ব্যাথা করতো কিন্তু কিছুদিন পরেই ব্যাথা সেরে যায় এবং পায়খানা হালকা শক্ত হয় । কিন্তু এর কিছুদিন পর পায়খানা নরম হতে থাকে এরপরে আমি একজন গ্যাস্টোএন্টারোলজি ডাক্তার দেখায় তখন ডাক্তার এর কাছে বলি যে আমার পায়খানা নরম হয়, পেটের ভেতরে গুর গুর শব্দ হয় তখন ডাক্তার solas, tetracycline, probiotic এই ওষুধ দেয় এবং stool for RME,CVC,t3,t4,tsh এই পরীক্ষা দেয়। কিন্তু ডাক্তার পরীক্ষা গুলো দেখতে পারেন না।পরের দিন অফিসে ফোন দেই তারা বলেন যে ডাক্তার ১৪ দিন পর আবার আসবে। কিন্তু দুঃখের বিষয় হল যে tetracycline ওষুধ খাওয়ার পর প্রতিদিন সকালে দুই থেকে তিন বার পাতলা পায়খানা হতো, পায়খানা অনেক পিচ্ছিল হতো, পায়খানা দিয়ে অনেক দুর্গন্ধ বের হতো, বমি বমি ভাব, খাবারে অরুচি, অনেক দুর্বল লাগতো। তারপর আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়ি অন্য আর একজন ডাক্তার দেখায় তিনি আমাকে endoscopy, colonoscopy করতে বলেন আর সেই সাথে কিছু ওষুধ দেয়। এখন আরও দুঃখের বিষয় হল যে পায়খানা এখনও নরম, বমি বমি ভাব, খাবারে অরুচি আছেই।sir, এখন আমি আপনার কাছে জানতে চায় যে আমি কি আগের ডাক্তার দেখাবো নাকি endoscopy, colonoscopy করে পরের ডাক্তার কে দেখাবো প্লাস প্রথম ডাক্তার কে এই পরীক্ষা গুলো দেখাবে????
পরীক্ষা গুলো করে নেয়াই ভালো। আপনার যাকে ভালো লাগে, তাকেই দেখাবেন
আমার সমস্যা প্রায় ৪ বছর ধরে।আমি হস্তমৈথুন করি ৬ বছর।সমস্যা দেখা দেয় হঠাৎ করে সকালে ঘুম ভেঙে যায়।বুক ধরফর করে ঘুম থেকে উঠি।এর পর থেকে ভয় ভয় হতো আমার কি হলো।ঘুমাতে পারতাম না।পেটে জালাপোড়া করতো। কিডনি আর লিভার পরীক্ষা করালাম রক্ত পরীক্ষা করালাম ঠিক আছে।কিন্তু আমার এখনো সমস্যাটা আছে।শরীর নিয়ে ভয়ে থাকি।টয়লেট দিনে ৩-৪ বার যাই।মন মতো টয়লেট হয় না।গ্যাস থাকে ঢেকর হয়।টয়লেট পিচ্ছল ভাবে হয়।কিন্তু কখনো রক্ত পরেনি টয়লেট থেকে।মুখে রুচি আছে।শরীর দুর্বল লাগে কয় একটা সময় বেশি।আমি এখন কি করতে পারি???
স্যার,আমিএকটা ওষুধ কোম্পানিতে চাকরি করি।গত তিন মাস আামার পায়খানা নরম হয়।আমি গ্যাস্টোএন্টলজি,লিভার,জিপি ডাঃ দেখিয়েছি।এখন মেভেরিন,ডেক্সালান, লিভাকল ১০ খাচ্ছি।এখন দিনে একবার পায়খানা হয়।সারা দিন মাথা ঝিমঝিম করে। ঘুম খুব কম হয়।সকল প্রকার পরিক্ষা করিয়েছি।কোন কিছু ধরা পরে নাই।সারা দিন অসান্তি লাগে।স্যার এখন আমি কি করবো।একটা উপদেশ দিলে খুব খুসি হতাম।
Sir, আমার পেটের সমস্যা অনেক দিন ধরে। সবসময় পেটে পায়খানার চাপ থাকে। আমাশয় এর মত। দুই একবার পায়খানা করার পর শরীরটা খুবই দুর্বল লাগে। মুখে রুচি কম।প্রায় তিন মাস হলো হোমিও খাইতেছি। কিন্তু মনে হয় না কাজ হচ্ছে। বরং এখন এ্যলোপেথিক কোন ঔষধ খেলে পেটের সমস্যা আরও বেশি হয়। খুবই কষ্টে আছি। এখন সুপরামর্শ চাই। Please ?
স্যার, আমার সপ্তাহে দুইদিন পাতলা দুইদিন কষা আর দুইদিন স্বাভাবিক থাকে। বেশি বেশি গ্যাস বের হয়। ২বছর ধরে এরকম। কি করনীয়
স্যার, আমার অমাশা হয়েছে। ৫ দিন সিপ্রসিন ৫০০ ১+০+১ খেয়েছি, তাতে না কমায় ডক্টর নিটাজোক্স ৫০০ দিয়েছে ১+০+১ ৬ দিন খেয়েছি। কিন্তু তাতে ও কমতাছে না। পেটে অনেক ডাকাডাকি করে। Suggest pls.
IBS হলে পায়খানায় মিউকাস যুক্ত রক্ত যায় কি